চিড়ার লাড্ডু

রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে সহজেই তৈরি করুন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2019, 06:51 AM
Updated : 30 August 2019, 06:51 AM

উপকরণ: চিড়া, ঘি, নারিকেল কোড়ানো, গুড়, এলাচির গুঁড়া, কিশমিশ ও কাজুবাদাম।

পদ্ধতি: প্যান গরম করে তাতে ২ কাপ চিড়া দিয়ে অল্প আঁচে ১০ মিনিট টেলে নিয়ে ব্লেন্ড করে নিন।

তারপর প্যানে ১ টেবিল-চামচ ঘি দিয়ে ১ কাপ নারিকেল কোরানো অল্প আঁচে বাদামি করে ভেজে ব্লেন্ড করে চিড়ার সঙ্গে মিশিয়ে আধা কাপ (স্বাদ মতো) গলানো গুঁড় ও আধা চা-চামচ এলাচির গুঁড়া দিয়ে মিশিয়ে নিন।

এবার একটি প্যানে আধা কাপ ঘি গরম করে তাতে ১ টেবিল-চামচ কিশমিশ ও ১০টি কাজুবাদাম দিয়ে বাদামি করে ভেজে চিড়ার মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে লাড্ডু তৈরি করে নিন।

ঠাণ্ডা করে পরিবেশন করুন।

আরও রেসিপি