রূপচর্চায় বরফের ব্যবহার

চোখের ফোলাভাব, ব্রণ এমনকি ত্বকের উজ্জ্বলতা ফেরাতে বরফ ব্যবহার করা যায়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2019, 01:07 PM
Updated : 28 August 2019, 01:07 PM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ত্বকে বরফের ব্যবহার ও উপকারিতা সম্পর্কে জানানো হল। 

চোখের ফোলাভাব: চোখের নিচের কালো দাগ দূর করতে বরফের টুকরা আলতোভাবে ১০ থেকে ১৫ মিনিট চোখের চারপাশে ঘষুন। এতে ফোলাভাব কমে আসবে ।

ব্রণ সঙ্কুচিত করতে: মুখে ব্রণ দেখা দিলে সঙ্কুচিত করতে বরফের টুকরা ঘষুন। এতে ব্রণের সংক্রমণ দূর হয়ে সংকুচিত হবে।

তাৎক্ষণিক উজ্জ্বলতা পেতে: মুখে গোলাকারভাবে বরফ ঘষলে ত্বকে উজ্জ্বলভাব ফুটে ওঠে। চাইলে কয়েক টুকরা বরফ একটা পাতলা সুতি কাপড়ে পেঁচিয়ে কয়েক মিনিট মুখে ঘষতে পারেন। এতে ত্বক সুন্দর দেখাবে।

থ্রেডিংয়ের ব্যথা কমাতে: অনেকেই মুখে থ্রেডিং করিয়ে থাকেন। থ্রেডিংইয়ের ব্যথা কমাতে বরফ খুব ভালো কাজ করে। ভ্রু’র চারপাশে, ঠোঁটের উপরের অংশে এমনকি সারামুখে হাল্কা করে বরফ ঘষলে থ্রেডিংয়ের ব্যথা এমনকি লালচেভাবও কমে যায়।

ছবির মডেল: আফসানা মিমি। মেইকআপ: মিমি। ছবি: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন