তৈলাক্ত ত্বকের প্যাক

তৈলাক্ত ত্বকের জন্য প্রসাধনী নির্বাচনে সচেতন থাকতে হয়। ভুল পণ্য ব্যবহারে এই ধরনের ত্বকে দেখা দিতে পারে বলিরেখা।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2019, 08:51 AM
Updated : 24 August 2019, 08:51 AM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে তৈলাক্ত ত্বকে পানি নির্ভর প্রসাধনী, মেডিকেইটেড সাবানের পাশাপাশি ঘরোয়া কিছু ত্বকচর্চা সম্পর্কে জানানো হল।

হলুদের ব্যবহার: এক চিমটি হলুদ এবং চন্দন মিশিয়ে মুখে মেখে ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন।

গোলাপ জল ও চন্দনের গুঁড়া: চন্দনের সঙ্গে গোলাপ জল মিশিয়ে মুখে মাখুন। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ব্যবহার করতে হবে প্রতিদিন।

দারুচিনি ও লেবুর রস: দারুচিনির গুঁড়ার সঙ্গে সামান্য লেবুর রস এবং মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি প্রতিদিন ব্রণের উপর লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

মুলতানি মাটি ও গোলাপ জল: মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল ও লেবুর রস মিশিয়ে সপ্তাহে দুতিন দিন মুখে ব্যবহার করতে হবে। প্যাকটি শুকিয়ে আসলে পানি দিয়ে পরিষ্কার করে নিন। এটা ব্রণ কমাতে ও দাগ দূর করতে সাহায্য করে।

আরও পড়ুন