আইশ্যাডো দিয়ে নেইল পলিশ তৈরি

মন মতো বা পোশাকের সঙ্গে মিলিয়ে নেইল পলিশ না পেলে বরং নিজেই তৈরি করে নিতে পারেন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2019, 09:51 AM
Updated : 15 August 2019, 09:51 AM

আইশ্যাডো দিয়ে পছন্দের রংয়ের নেইলপলিশে পরিণত করা যায়।

সাজসজ্জা-বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে আইশ্যাডো দিয়ে নেইল পলিশ তৈরির বানানোর সহজ উপায় এখানে দেওয়া হল।

প্রয়োজন হবে: ক্লিয়ার বা বর্ণহীন নেইল পলিশ। ৪ আউন্স আইশ্যাডো। মসৃণ কাগজ। টুথপিক।

পদ্ধতি: বোতল থেকে ক্লিয়ার নেইল পলিশের ১/৪ অংশ খালি করে নিন।

আইশ্যাডো চামচের সাহায্যে ভালোভাবে গুঁড়া করে নিন। এমনভাবে গুঁড়া করতে হবে যেন কোনো দানাদার অংশ না থাকে।

এরপর একটা মসৃণ কাগজ পেঁচিয়ে ফানেল তৈরি করুন। ফানেলের সাহায্যে নেইল পলিশের বোতলে আইশ্যাডোর গুঁড়া ঢেলে নিন।

টুথপিকের সাহায্যে বোতলের মুখে লেগে থাকা আইশ্যাডোর গুঁড়া নেইলপলিশের বোতলে ভরে নিন।

এরপর বোতল ভালোভাবে আটকে ঝাঁকাতে হবে। আইশ্যাডোর গুঁড়া সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত ভালোভাবে ঝাঁকান।

এভাবে পছন্দের যে কোনো রংয়ের আইশ্যাডো থেকে নেইল পলিশে পরিণত করা যায়।

ছবি: রয়টার্স।

আরও পড়ুন-