রেসিপি: রসমালাই

রন্ধনশিল্পী তাসনুভা মাহমুদ নওরিনের রেসিপিতে তৈরি করুন মজার মিষ্টি।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2019, 07:36 AM
Updated : 15 August 2019, 07:36 AM

উপকরণ: ফুল ফ্যাট তরল দুধ ৩ কাপ। চিনি স্বাদ মতো। আস্ত এলাচ ২,৩টি। বিভিন্ন বাদাম-কুচি পরিমাণ মতো। জাফরান সামান্য (ইচ্ছা)।

পদ্ধতি: প্রথমে ছানা কেটে রসগোল্লা বানিয়ে নিন। এরপর চিনির সিরা থেকে তুলে হাতের তালুতে চেপে রস বের করে মিষ্টিগুলো আলাদা রাখুন।

(রসগোল্লা তৈরির রেসিপি নিচে দেওয়া হল।)

৩ কাপ দুধের সঙ্গে চিনি, বাদাম মিক্স, জাফরান, এলাচ মিশিয়ে জ্বাল দিয়ে দুধ ২ কাপ করে নিন।

দুধ ঘন হলে চুলা থেকে নামিয়ে মিষ্টিগুলো গরম দুধে দিয়ে ঢেকে রেখে দিন।

দুধ ঠাণ্ডা হয়ে গেলে ফ্রিজে দুতিন ঘণ্টা রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন।

আরও রেসিপি