বিফ ক্যাপ্সিকাম

মাংসের এই পদ তৈরি করা খুবই সহজ। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখার।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2019, 05:28 AM
Updated : 11 August 2019, 05:28 AM

উপকরণ: গরুর মাংস ৫০০ গ্রাম। লাল মরিচের গুঁড়া ১ চা-চামচ। হলুদ ক্যাপ্সিকাম ১টি। লাল ক্যাপ্সিকাম ১টি। সবুজ ক্যাপ্সিকাম ১টি। ওয়েস্টার সস ২ টেবিল-চামচ। কর্নফ্লাওয়ার ২ টেবিল-চামচ। আদা বাটা আধা চা-চামচ। সাদা তিল ১ চা-চামচ। রসুন বাটা আধা চা-চামচ। কাঁচামরিচ ৫,৬টি। গোলমরিচের গুঁড়া ও তেল পরিমাণ মত। পেঁয়াজ বড় করে কাটা ২টি। ডিম ১টি। লবণ স্বাদ মতো।

পদ্ধতি: প্রথমে মাংস টুকরা করে কেটে আদা, রসুন, লবণ, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার ও ডিম দিয়ে মাখিয়ে দুতিন ঘণ্টা মেরিনেইট করে নিতে হবে।

তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে একটু গরম করে মাখানো মাংস ভেজে নিন।

অন্য একটি প্যানে তেল দিয়ে তাতে ক্যাপ্সিকাম, পেঁয়াজ ও কাঁচামরিচ হালকা ভেজে নিতে হবে।

এরপর এতে ভাজা মাংস, ওয়েস্টার সস দিয়ে এক মিনিট নেড়েচেড়ে পরিবেশন পাত্রে নিয়ে উপরে সাদা তিল দিয়ে পরিবেশন করুন।

আরও রেসিপি