চুলের যত্নে লেবু

চুলের বৃদ্ধিতে লেবুর ব্যবহার বহুদিন ধরেই হয়ে আসছে। এটা খুশকি দূর করে এবং চুলের অকাল পক্কতা কমায়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2019, 09:18 AM
Updated : 7 August 2019, 09:18 AM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে চুলের বৃদ্ধিতে লেবুর উপকারিতা সম্পর্কে জানানো হল।

লেবু সিট্রিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, পেক্টিন এবং ফ্লাভানয়েডস সমৃদ্ধ যা চুলের বৃদ্ধির জন্য উপকারী। 

- ভিটামিন সি কোষকলার উৎপাদন বাড়ায় ফলে চুলের বৃদ্ধি দ্রুত হয়।

- এর সিট্রিক অ্যাসিড চুলের গোড়া দৃঢ় করে চুল পড়া রোধ করে। 

- মাথার ত্বকে লেবু ঘষা হলে তা লোমকূপ উন্মুক্ত করে গোড়া থেকে খুশকি দূর করে।

- লেবু তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে ফলে মাথার ত্বক তেল চিটচিটে হয় না।

- লেবুর ফাঙ্গাস-রোধী উপাদান মাথার ত্বকের সংক্রমণ দূর করে। 

ব্যবহার

চুল তৈলাক্ত হলে, মাথার ত্বকের বাড়তি তেল উৎপাদন কমাতে লেবু সহায়তা করে। এটা কোষকলা বৃদ্ধিতে সাহায্য করে ফলে চুলের বৃদ্ধি হয়।

কীটনাশক ও অন্যান্য রাসায়নিক উপাদান দূর করতে একটা তাজা লেবু ভালো করে ধুয়ে নিন। তারপর কেটে লেবুর রস চিপে আলাদা করুন।

আঙ্গুলের সাহায্যে তাজা লেবুর রস মাথার ত্বকে মালিশ করে লাগান। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। মনে রাখতে হবে যেহেতু এটা তাজা লেবু এবং ব্লিচিং উপাদান আছে তাই মৃদু শ্যাম্পু এবং কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে নিতে হবে। এরপর কন্ডিশনার ব্যবহার করুন।

সপ্তাহে একবার করে টানা চার থেকে ছয় সপ্তাহ ব্যবহারে ভালো ফলাফল চোখে পড়বে।

ছবির মডেল: সোনিয়া। ছবি: দীপ্ত।

আরও পড়ুন

চুলের যত্নে রসুইঘরের উপাদান

চুলের কমনীয়তা ফেরাতে

তালু ও চুলের যত্ন