শুষ্ক ত্বকের যত্নে মুলতানি মাটি

তৈলাক্ত ত্বকের যত্নে মুলতানি মাটি অনন্য। তবে শুষ্ক ত্বক ভালো রাখতেও বেশ কার্যকর।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2019, 11:19 AM
Updated : 30 July 2019, 11:19 AM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে শুষ্ক ত্বক পরিচর্যায় মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে জানানো হল।

- সমপরিমাণ মূলতানি মাটি ও টক দই মিশিয়ে প্যাক তৈরি করুন। এতে মধু ও সামান্য লেবুর রস মেশান। প্যাকটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক মসৃণ ও সুন্দর হবে।

- এক কাপ পাঁকা পেঁপে পিষে নিন। এতে এক টেবিল-চামচ মুলতানি মাটি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করতে পর্যাপ্ত পানি দিন। সবশেষে এক চা-চামচ মধু যোগ করুন। পরিষ্কার ত্বকে এই প্যাক মেখে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

- দুই টেবিল-চামচ মুলতানি মাটির সঙ্গে দুধ ও শসার রস মিশিয়ে প্যাক তৈরি করুন। পরিষ্কার মুখে প্যাকটি মেখে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন