রেসিপি: কলমি চিংড়ি

চিংড়ি দিয়ে কলমি শাক রান্নার রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখার।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2019, 05:23 AM
Updated : 29 July 2019, 05:23 AM

উপকরণ: কলমি শাক ২ আঁটি। মাঝারি চিংড়ি মাছ ৮/১০টি। পেঁয়াজ-কুচি ২ টেবিল-চামচ। রসুন-কুচি ৩-৪ কোঁয়া। তেজপাতা ১টি। শুকনা-মরিচ ২,৩টি। মরিচ ও হলুদ গুঁড়া আধা চা-চামচ করে। কারি পাউডার সামান্য। কাঁচামরিচ ফালি ৩,৪টি। লবণ স্বাদ মতো। তেল পরিমাণ মতো।

পদ্ধতি: কলমি শাক ধুয়ে কুচি করে নিন।

প্যানে তেল দিয়ে গরম করে তাতে পেঁয়াজ-কুচি, রসুন-কুচি, শুকনা মরিচ, তেজপাতা দিয়ে ভেজে হলুদ ও মরিচ গুঁড়া, কারি পাউডার এবং লবণ দিয়ে একটু কষিয়ে চিংড়ি মাছ ও কাঁচামরিচ দিয়ে আরেকটু কষিয়ে নিন।

তারপর কলমি শাক দিয়ে ভাজুন। সব মসলা মিশে ভাজা ভাজা হলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আরও রেসিপি