লায়লা ব্লাঙ্ক এবার বাংলাদেশে

ভারতের শিল্প প্রতিষ্ঠান ফাজলানি গ্রুপের সহযোগী এই আন্তর্জাতিক ব্র্যান্ডের সুগন্ধি এবার বাংলাদেশেও পাওয়া যাবে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2019, 04:04 PM
Updated : 28 July 2019, 04:04 PM

যুক্তরাজ্য ভিত্তিক সুগন্ধি ব্র্যান্ড লায়লা ব্লাঙ্ক। ২০১৪ থেকে প্রায় অর্ধশতাধিক দেশের ফ্যাশন সচেতনদের জন্য সুগন্ধি তৈরি করছে এলবি।

পিউর লাইক, ইউ ট্যাগ লাইন- নিয়ে তাদের জনপ্রিয় সুগন্ধির সিরিজগুলো হচ্ছে: হট, নটি গার্ল, এলবি ইডিপি, রয়্যাল টাচ এবং আফজাল- হালাল সার্টিফাইড পারফিউম।

শুরুতে নারী-পুরুষের ব্যবহার উপযোগী এলবি ডিওডরেন্ট সিরিজের পণ্যগুলোই মিলবে দেশীয় বাজারে।

বাংলাদেশে বিপণনের দায়িত্বে থাকবে এস হক ইন্টারন্যাশনাল।

বাংলাদেশে এই সুগন্ধির নানা সিরিজের পণ্য জনপ্রিয় করতে ‘লায়লা ব্লাঙ্ক লন্ডন’য়ের সহ-সভাপতি আসলাম নুরী ও এস হক গ্রুপের শীর্ষ নির্বাহী সাইদুল হক জুয়েলের উপস্থিতিতে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি সাক্ষর হয়েছে সম্প্রতি।

ধানমণ্ডির এস হক গ্রুপের কর্পোরেট কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তাগণও।

চুক্তি অনুযায়ী দেশের বাজারে লায়লা ব্লাঙ্ক পণ্য বিপণন এবং জনপ্রিয় করা নিয়ে কাজ করবে এস হক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস হক ইন্টারন্যাশনাল।

যুক্তরাজ্য ভিত্তিক এই সুগন্ধি ব্র্যান্ডের পণ্য দেশীয় ক্রেতারা পাবেন অগাস্টের শেষ সপ্তাহ থেকে।

উল্লেখ্য, লায়লা ব্লাঙ্ক’য়ের পকেট সুগন্ধি থেকে প্রিমিয়াম সব সিরিজ বাংলাদেশের বাজারে দাম পরবে ১০০ থেকে ১৬ হাজার টাকা। বিস্তারিত তথ্য পাওয়া যাবে এলবি এর ওয়েবসাইটে lylablanc.com