বর্ষা উপযোগী সুগন্ধি

বৃষ্টি মৌসুমে উজ্জ্বল মেইকআপের পাশাপাশি চাই একটু কড়া সুগন্ধি।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2019, 10:56 AM
Updated : 28 July 2019, 11:11 AM

প্রসাধনী-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে বর্ষায় ব্যবহার উপযোগী সুগন্ধি সম্পর্কে ধারণা দেওয়া হল।

লেবু-জাতীয় সুগন্ধিতে সতেজ ভাব: হালকা, ফুরফুরা ও স্নিগ্ধ অনুভূতির জন্য সিট্রান সাব টকজাতীয় ফলের সুগন্ধি বেছে নিতে পারেন। কমলা বা লেবু-জাতীয় ফলের সুঘ্রাণ এক্ষেত্রে ভালো কাজ করে। 

ফুলের সুগন্ধ: ফুলের সুগন্ধ হালকা ও দিনে ব্যবহারের জন্য উপযোগী। গোলাপ, পদ্ম, বেলি, ল্যাভেন্ডার ইত্যাদি আবেদনময়ী ফুলের সুগন্ধ ব্যবহার করা যেতে পারে।

ওরিয়েন্টাল: আবেদনময়ী ওরিয়েন্টাল সুগন্ধি দিন অথবা রাতের অনুষ্ঠানে ব্যবহারের জন্য উপযোগী। এগুলো বাইরের পরিবেশ থেকে আসে এবং অ্যাম্বার, উদ ও মাস্কের সঙ্গে মেশানো হয়। এই ধরনের সুগন্ধি গভীর ও কড়া।

কাঠ-জাতীয় সুগন্ধি: সাধারণত পুরুষরা মাটি ও কাঠ-জাতীয় সুগন্ধি ব্যবহার করে থাকেন। এগুলো হালকা থেকে কড়া সব রকমের পাওয়া যায়। চন্দনকাঠ, সিডার এবং মসলা-জাতীয় গাছ থেকে সুগন্ধি তৈরি করা হয়।

সুগন্ধি ব্যবহারের নিয়মাবলী

- সবসময় শরীরের শুকনা অংশ ও পালস পয়েন্টে স্প্রে করতে হয়। বিশেষ করে কব্জি, ঘাড়, গলা বা কানের পেছনের অংশে সুগন্ধি ব্যবহার করুন।

- ত্বকে সামান্য পরিমাণে সুগন্ধি স্প্রে করুন। অতিরিক্ত স্প্রে করলে এতে প্রাকৃতিকভাব নষ্ট হয়। তাছাড়া সুগন্ধি ব্যবহারের পর কখনও তা ঘষা উচিত নয়।

- সুগন্ধি কখনও খুলে রাখা ঠিক না। অক্সিজেন সুগন্ধির অনু ভেঙে ফেলে। ফলে এর সঠিক গন্ধটা নষ্ট হয়ে যায়।

আরও পড়ুন