পোশাকের খবর

ক্যাটস আইয়ের নতুন পোশাক, ত্রয়ীর ‘রেডি টু ওয়্যার’ শাড়ি, কে ক্রাফটের ঈদ আয়োজন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2019, 07:36 AM
Updated : 27 July 2019, 07:36 AM

ক্যাটস আইয়ে সাশ্রয়ী দামে নতুন পোশাক

গরমের কারণে পরিবর্তন নিয়ে এসেছে এই তৈরি পোশাক প্রতিষ্ঠান। অফিস, কফির আড্ডা বা রাতের অনুষ্ঠানের জন্য ফ্যাশনে নিজেকে উপস্থাপনে ফরমাল এবং স্ট্রিট ফ্যাশনে সাশ্রয়ী সমাধান দিচ্ছে তারা।

মূলত নিজেকে পরিপাট রাখার জন্যই তারুণ্যের ট্রেন্ড-নির্ভর এসব পোশাক এনেছে ক্যাটস আই। ফরমাল শার্ট, ডিজাইন পোলো, কুর্তা শার্ট বা ফরমাল প্যান্ট বা টুইল চিনোস সবকিছুতেই কাটছাঁট এবং পোশাকে বৈচিত্র্যতা থাকছে।

শার্টের প্রিন্ট বা রং, কলার, শোল্ডার ফিট বা কাফেও থাকছে আধুনিকতা। ডেনিম প্যান্টেরও বিশেষ সংগ্রহ থাকছে।

পাশাপাশি অনলাইন শপিংয়ে ক্রেতা আগ্রহ বাড়াতে ১০ ভাগ মূল্যছাড়ের সুবিধাও থাকছে। বিস্তারিত জানা যাবে catseye.com.bd থেকে

ত্রয়ীর ‘সামার শাড়ি’

এক বছর পর অনলাইন পেইজ ‘ত্রয়ী অনলাইন’ নিয়ে এসেছে বেশ কিছু ডিজাইনের সামার শাড়ি। হাফি সিল্কের আরামদায়ক এই শাড়িগুলোর রং বেশ আকর্ষণীয়।

এছাড়া যারা শাড়ি পড়তে জানেন না তাদের জন্য রয়েছে ‘ওয়ান মিনিট রেডি টু ওয়্যার’ শাড়ি। অর্থাৎ এক মিনিটেই পড়া যাবে শাড়িটা|

শাড়ির সবকিছু তৈরি করা থাকে যা অনেকটা স্কার্টের মতো করে পরা যায়।

বিস্তারিত জানা যাবে তাদের ফেইসবুক পেইজ থেকে facebook.com/mytroyee

কে ক্র্যাফটের ঈদ আয়োজনে মূল্য ছাড়

প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কিছু হাতের কাজের সম্ভার নিয়ে এসেছে তারা।

নকশী কাঁথা ভরাট, গুজরাটি, ক্রস, কাশ্মিরি, স্টিচ মোটিফ কে প্রিন্টে ফুটিয়ে তুলে বৈচিত্র্যময় কাপড়ে ও প্যাটার্নে করা হয়েছে ঈদের আয়োজন।

এছাড়াও মোঘলীয়, জ্যামিতিক, ইসলামিক সেলটিক আর্ট ইত্যাদি মোটিফ নিয়ে সাজানো হয়েছে পোশাক।

গাঢ় ও উজ্জ্বল রং এবং প্যাটার্নে ক্লাসিক ও আধুনিক দু-রূপই বিদ্যমান। কালো, সোনালি, নীল, গোলাপি, সবুজ, মেরুন, কফি, বার্গেন্ডি, বাদামি, মিষ্টি গোলাপি, কোরাল, ফিরোজা এমন নানান রংয়ে  সাজানো হয়েছে ঈদের পোশাক।

এছাড়া kaykraft.com থেকে অনলাইন কেনাকাটায় পাওয়া যাবে সকল পোশাকের উপর শতকরা ২০ ভাগ ছাড়।