ঝলমলে ঘরের জন্য

বর্ষায় আর্দ্রতা বেশি থাকে বলে ঘরের আসবাব, দেয়াল নির্জীব লাগে। এমন ঋতুতেও ঘরের ভেতরে আনা যায় প্রাণবন্তভাব।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2019, 12:56 PM
Updated : 26 July 2019, 12:56 PM

গৃহসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এই বর্ষায় ঘরে উজ্জ্বলভাব আনার উপায় সম্পর্কে জানানো হল। 

* এই মৌসুমে ঘরের সাজে রঙিনভাব আনতে উজ্জ্বল রংয়ের কুশন সোফা বা চেয়ারে  ব্যবহার করা যেতে পারে।

* খাবার টেবিলে উজ্জ্বল ছাপার টেবিল ক্লথ এবং রঙিন ছোট গালিচা ব্যবহার করতে পারেন।

* শোবার ঘরে আনন্দঘন পরিবেশ তৈরিতে কুশন ও বিছানা কাভার একই রকমের করুন।

* প্রাকৃতিকভাব আনতে ঘরে ফুল রাখা যেতে পারে। উজ্জ্বল রঙিন ফুল ঘরে সুন্দর প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করে এবং সুগন্ধও ছড়ায়। বর্তমানে কৃত্রিম সুন্দর ফুলও বাজারে কিনতে পাওয়া যায়।   

* সুগন্ধি মোম বা আগরবাতি ঘরে সুগন্ধ ছড়িয়ে স্নিগ্ধভাব আনে।

* এছাড়াও আরও নানান পদ্ধতিতে ঘর সুন্দর ও গুছিয়ে রাখা যায়। যেমন-

- দরজার সামনে ছাতার স্ট্যান্ড রাখুন। এতে ভেজা ছাতা ঝুলিয়ে রাখা যাবে।

- একইভাবে একটা জুতার স্ট্যান্ডও রাখুন যেন ভেজা জুতা তাতে রাখা যায়।

- দামি কার্পেট এই মৌসুমে ব্যবহার না করে বরং রঙিন মেঝের ম্যাট ব্যবহার করা ভালো।

- চিত্রকর্ম পছন্দ হয়ে থাকলে আর্দ্রতা প্রতিরোধক চিত্রকর্ম সংরক্ষণ করুন। এই ধরনের চিত্রকর্মে ঘরের আর্দ্র পরিবেশে ফাঙ্গাস পড়ে না।

আরও পড়ুন