বর্ষায় সাজগোজ

বর্ষায় বাইরে গেলে যখন তখন বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যেতে পারে সাজ, তাই মেইকআপ করতে হবে বুঝে শুনে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2019, 01:33 PM
Updated : 15 July 2019, 01:33 PM

সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে বর্ষায় মেইকআপ করার কৌশল সম্পর্কে জানানো হল।

- ভারী ফাউন্ডেশনে পরিবর্তে পাউডারধর্মী হালকা মেইকআপ বেইজ তৈরি করা উচিত।

- এই সময় পানিরোধী মাস্কারা ব্যবহার করা সবচেয়ে ভালো। মাস্কারা পানিরোধী হলে তা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। 

- চুলের আর্দ্রতা ধরে রাখতে ‘লিভ-ইন’ কন্ডিশনার বা সিরাম ব্যবহার করা ভালো। এতে চুল সুন্দর থাকে এবং রুক্ষতা দূর হয়।

- বর্ষাকালে চুলে ব্লো ড্রায়ার ও গরম আয়রন বা কার্লার ব্যবহার করা ঠিক না।

- গালে ক্রিমের বদলে পাউডারধর্মী ব্লাশ ব্যবহার করা ভালো।

আরও পড়ুন