ব্রণ দূর করার পাঁচটি ঘরোয়া উপায়

ব্রণ মুক্ত রাখতে ঠিক মতো ত্বক পরিষ্কার করা, এক্সফলিয়েট এবং আর্দ্র রাখা জরুরি।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2019, 07:36 AM
Updated : 13 July 2019, 07:36 AM

সাধারণ ব্রণের সমস্যা চিকিৎসকের পরামর্শ ছাড়াই ঘরোয়া যত্নের মাধ্যমে দূর করা সম্ভব।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এমন কিছু ঘরোয়া পদ্ধতি সম্পর্কে জানানো হল।

টি ট্রি তেল: ব্রণ কমাতে প্রতিদিনকার ব্যবহৃত ক্লিঞ্জারে এক ফোঁটা টি ট্রি তেল দিয়ে নিন। এই তেল হোয়াইট ও ব্ল্যাক হেড্স কমাতে সাহায্য করে।

গ্রিন টি: এতে আছে প্রদাহরোদী উপাদান সমৃদ্ধ।

দুই টেবিল-চামচ গ্রিন টি’র পাতা এক কাপ গরম পানিতে ১০ মিনিট রেখে দিন। এরপর এতে তুলার বল ডুবিয়ে ব্রণ আক্রান্ত স্থানে মেখে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

ডিমের সাদা অংশ: ডিম ত্বকের লোম কূপ টানটান করে। ডিমের সাদা অংশের সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগান। ১০ থেকে ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন।

অ্যাপল সাইডার ভিনিগার: এতে আছে অ্যান্টিবায়োটিক উপাদান যা ব্যাকটেরিয়া ধ্বংস করে ব্রণ কমায়।

এক ভাগ ভিনিগারের সঙ্গে দুভাগ ডিস্টিল্ড ওয়াটার মেশান। এটা ব্রণ আক্রান্ত স্থানে টোনার হিসেবে ব্যবহার করুন।

বরফ: ব্রণ সমস্যা কমাতে বরফ খুব ভালো কাজ করে। বরফ সংক্রমণ দূর করে এবং লালচেভাব কমায়।

ছবির মডেল: আফসানা মিমি। মেইকআপ: মিমি। ছবি: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন