গ্রীষ্মের ফল আম দিয়ে তৈরি প্যাক ব্যবহার করে চুলের শুষ্কভাব ও আগা ফাটা সমস্যা দূর করা যায়।
Published : 26 Jun 2019, 05:27 PM
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে চুলের সমস্যা দূর করতে আমের ‘হেয়ার প্যাক’ তৈরির পদ্ধতি এখানে দেওয়া হল।
- আম থেকে শাঁস আলাদা করে একটা বাটিতে ভর্তা করে নিন।
- এতে একটা ডিমের কুসুম এবং দুই টেবিল-চামচ টক দই ভালোভাবে মিশিয়ে নিন।
- এই মাস্ক চুলের আগা থেকে গোড়া পর্যন্ত মেখে ৪০ থেকে ৫০ মিনিট অপেক্ষা করুন।
- এরপর স্বাভাবিকভাবেই চুলে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।
উপকারিতা
* আমের ভিটামিন ও খনিজ চুল মসৃণ, উজ্জ্বল ও সোজা রাখতে সাহায্য করে।
* ডিমের কুসুমে আছে ভিটামিন এ এবং ই, বায়োটিন ও ফোলাট। এগুলো চুলের বৃদ্ধিতে সহায়ক। আর রুক্ষতা দূর করে।
* টক দইয়ের প্রোটিন চুল মসৃণ ও ঝলমলে করে। এর ল্যাক্টিক অ্যাসিড মাথায় ত্বক পরিষ্কার করে এবং ঠাণ্ডা একটা অনুভূতি দেয়।
ছবির প্রতীকী মডেল: বন্যা। আলোকচিত্র: রাইনা মাহমুদ। বিন্যাস ও পরিকল্পনা: আলি আফজাল নিকোলাস। সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।
আরও পড়ুন