পোশাকের রংয়ের সঙ্গে মানানসই লিপস্টিক

পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিক না হলে সাজটাই মাটি হতে পারে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2019, 06:11 AM
Updated : 22 June 2019, 06:11 AM

সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে লিপস্টিক নির্বাচনের প্রাথমিক কিছু ধারণা এখানে দেওয়া হল।

- গাঢ় রংয়ের পোশাকের সঙ্গে হালকা রংয়ের লিপস্টিক দেখতে ভালো লাগে। যেমন- গাঢ় গোলাপি রংয়ের পোশাকের সঙ্গে হালকা শেইড দেখতে বেশি মানানসই।  

- সোনালি, হলুদাভ ও বাদামি রংয়ের পোশাক পরলে ত্বকে রংয়ের সঙ্গে মানানসই যে কোনো ন্যুড লিপস্টিক ব্যবহার করতে পারেন।

লিপস্টিকের রং নির্বাচনের সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে

* একই ধরনের রং বাছাই করা, যেমন- গোলাপি পোশাক পরলে, গোলাপি শেইডের লিপস্টিক ব্যবহার করতে হবে। মেইকআপের সঙ্গে মানানসই লিপস্টিক ব্যবহার করতে এমন কোনো কথা নেই।

* রংয়ের ভারসাম্য বজায় রাখতে হবে। গাঢ় রংয়ের পোশাক ও কড়া রংয়ের লিপস্টিক এক সঙ্গে ব্যবহার করা যাবে না। রংয়ের ভারসাম্য বজায় থাকে এমন লিপস্টিক ব্যবহার করতে হবে।

* যদি পোশাক বেশি চকচকে হয় তাহলে ম্যাটধর্মী লিপস্টিক বেছে নিন। একই সঙ্গে চকচকে লিপস্টিক ও উজ্জ্বল পোশাক দেখতে বেমানান লাগে।

* ভারি চোখের সাজের সঙ্গে গাঢ় লিপস্টিক বেমানান। লাল রংয়ের পোশাক ও লাল লিপস্টিকের সঙ্গে চোখে হালকা সাজ দেখতে ভালো লাগে। আর যদি ঠোঁটে হালকা রংয়ের লিপস্টিক ব্যবহার করেন তাহলে চোখে ভারি মেইকআপ করতে পারেন, দেখতে ভালো লাগবে।

আরও পড়ুন