কাঁকরোল চিংড়ি কারি

গ্রীষ্মের সবজি দিয়ে রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে তৈরি করুন এই মজার তরকারি।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2019, 07:37 AM
Updated : 21 June 2019, 07:37 AM

উপকরণ: কাঁকরোল ৫,৬টি চৌক করে কাটা। ছোট চিংড়ি ১/৩ কাপ। আদা ও রসুন বাটা আধা চা-চামচ করে। পেঁয়াজ কুচি দুই টেবিল-চামচ। হলুদ-গুঁড়া আধা চা-চামচ ও মরিচ-গুঁড়া ১ চা-চামচ। কাঁচামরিচ কয়েকটা। তেল পরিমাণ মতো। লবণ স্বাদ মতো। টালা জিরা গুঁড়া আধা চা-চামচ। তেজপাতা ১টি।

পদ্ধতি: প্যানে পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ-কুচি, তেজপাতা ফোঁড়নসহ সব বাটা মসলা তেলে দিয়ে একটু ভেজে গুঁড়া মসলা ও একটু পানি দিয়ে কষিয়ে তাতে চিংড়ি এবং কাঁচামরিচের ফালি দিন।

আরেকটু কষিয়ে কাঁকরোলের টুকরাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিন।

কষানো হলে অল্প আঁচে রেখে খানিকটা পানি দিয়ে কিছুক্ষণ রান্না করুন ।

ঝোলটা মাখা মাখা হলে জিরাগুঁড়া দিয়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আরও রেসিপি