যে কারণে মেইকআপের ব্রাশ পরিষ্কার রাখা উচিত

ত্বক ভালো রাখতে চাইলে নিয়মিত মেইকআপ ব্রাশ পরিষ্কার করা জরুরি।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2019, 09:28 AM
Updated : 19 June 2019, 09:28 AM

ব্রাশ থেকে মেইকআপ পরিষ্কার করা না হলে তাতে ব্যাকটেরিয়া বংশবিস্তার করে। ফলে দেখা দেয় ব্রণের জটিল সমস্যা।

সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে মেইকআপ ব্রাশ পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে জানানো হল।

মন মতো সাজা যায় না: ময়লা ব্রাশ দিয়ে মেইকআপ করা হলে মেইকআপ ঠিক মতো ত্বকে বসে না। ফলে দেখতে নিখুঁত লাগে না। ব্রাশে আগের মেইকআপ লেগে থাকলে মেইকআপ করতে যে রং বেছে নিতে চাচ্ছেন তা ঠিক মতো নাও আসতে পারে। যার ফলে সম্পূর্ণ সাজই দেখতে মলিন ও চিটচিটে লাগবে।  

ব্যাকটেরিয়ায় সংক্রমণ: ব্রাশ পরিষ্কার না করেই একই ব্রাশ বার বার ব্যবহার করা হলে এতে ব্যাকটেরিয়ার সংক্রমণের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। ব্রাশ থেকে ব্যাকটেরিয়া প্রসাধনীতে প্রবেশ করলে দ্রুত বংশ বৃদ্ধি শুরু করে। ফলে র‍্যাশ ও ব্রণের সমস্যা দেখা দেয়।

অর্থের অপচয় রোধ: ব্রাশ যত্ন করে ব্যবহার করলে এবং নিয়মিত পরিষ্কার করলে তা দীর্ঘস্থায়ী হয়। ফলে বার বার ব্রাশ কেনার জন্য টাকা খরচ করতে হয় না।

আরও পড়ুন