গোলাপ জলের গুণাগুণ

বহু বছর ধরেই রূপচর্চায় গোলাপ জল ব্যবহৃত হয়ে আসছে। এর ত্বক সুরক্ষার গুণাগুণের জন্য আধুনিক সময়েও এর ব্যবহার এক ফোঁটাও কমেনি।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2019, 02:37 PM
Updated : 9 June 2019, 02:37 PM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে গোলাপ জলের উপকারী দিকগুলো সম্পর্কে এখানে জানানো হল।

গোলাপ জলের চমৎকার আরোজ্ঞকারী ক্ষমতার পাশাপাশি তা ত্বকের পিএইচ’য়ের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটা ত্বকের জ্বালাপোড়াভাব এবং তেল নিঃসরণ কমায়।

এতে আছে প্রদাহরোধী উপাদান যা অ্যালার্জি ও দূষণের কারণে হওয়া ত্বকের চুলকানি ও লালচেভাব দূর করে।

গোলাপের ঘ্রাণ নানা সুগন্ধি তৈরিতে ব্যবহার করা হয়। এটা ভালো ঘুমেরও সহায়ক। তাই সারাদিনের ক্লান্তি শেষে ভালো ঘুমের জন্য কয়েক ফোঁটা গোলাপ জল বালিশের চারপাশে ছড়িয়ে দিন। 

গোলাপ জল ত্বকের বিভিন্ন রোগ যেমন- একজিমা ও ফুসকুড়ি দূর করতে সাহায্য করে। এতে আছে আরোগ্য গুণ, সংক্রমণ ও ব্যাক্টেরিয়া রোধী উপাদান।

এটা ত্বকের প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে কাজ করে। ময়লা, দূষণ ও বাড়তি তেল দূর করে ত্বককে পরিষ্কার রাখে। প্রথমবার ব্যবহারেই ত্বক নরম ও মসৃণ হয়।

গোলাপ জলের অ্যান্টিঅক্সিডেন্ট বয়সের ছাপ ও বলিরেখা কমিয়ে ত্বকের তারুণ্য ধরে রাখে।

আরও পড়ুন-