তথ্য মিলবে গল্পে ছন্দে

‘জাস্ট স্টোরিজ’ এমনই একটা মাধ্যম যাতে বিভিন্ন তথ্য দেওয়া হবে গল্পের মাধ্যমে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2019, 09:25 AM
Updated : 2 June 2019, 09:25 AM

এই ‘ওয়ান স্টপ কন্টেন্ট সলিউশন’য়ের রূপকার বৃতি সাবরিন ও ইয়ামিনুল হক।

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘জাস্ট স্টোরিজ’য়ের উদ্দেশ্য তুলে ধরেন উদ্যোক্তরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গল্পের ছলে নতুন কোনো তথ্য, কিছু করার অনুপ্রেরণা বা কিছু জানার উৎসাহ তৈরির প্রচেষ্টা চালাবেন তারা।

এই আয়োজনের সঙ্গে এরই মধ্যে একঝাঁক তরুণ গল্পকার যুক্ত হয়েছেন, যারা নতুন উপাদান তৈরির মাধ্যমে ব্র্যান্ডের সঙ্গে দর্শক-শ্রোতাদের সংযুক্ত করার প্রচেষ্টায় আছেন।

অনুষ্ঠানে বৃতি সাবরিন ব্র্যান্ডের বর্তমান বাজার পরিস্থিতির বিপরীতে কন্টেন্ট ভিত্তিক কাজের কার্যকারিতা এবং বাংলাদেশে এর বর্তমান প্রেক্ষাপট উপস্থাপন করেন। এসময় প্রতিষ্ঠানের পরিচালকমণ্ডলী, উপদেষ্টারা, কর্মকর্তা-কর্মচারী, শুভাকাঙ্ক্ষী ও বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক খ. ম. হারূনসহ অন্যান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

‘জাস্ট স্টোরিজ’ বাণিজ্যিক কাজের পাশাপাশি সামাজিক সচেতনতা মূলক কাজেও সংযুক্ত হওয়ার ইচ্ছে পোষণ করে।

জুনের শেষে প্রতিষ্ঠানটি পরিপূর্ণভাবে তাদের কার্যক্রম শুরু করার কথা জানায়।

ফেইসবুক: juststorysbd; ইন্সটাগ্রাম: juststorysbd; ইউ টিউব চ্যানেল: juststorys; ওয়েবসাইট juststorys.com