রসুইখানার আড্ডা’র সমাজ সেবা

রান্নার কৌশল নিয়ে পড়ে না থেকে ফেইসবুকের এই গ্রুপ নানান জনকল্যাণও করে যাচ্ছে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2019, 10:41 AM
Updated : 1 June 2019, 10:41 AM

রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখার। পেশায় চিকিৎসক হলেও রান্না তার শখ। তার মতো সমমনাদের একত্র করে কাজ করার জন্য ২০১৭ সালে ফেইসবুকে গ্রুপ খোলেন ‘রসুইখানার আড্ডা’ নামে।

বর্তমানে এই গ্রুপের সদস্যা সংখ্যা ২৬ হাজার ৮শ’ ২ জন। ডা. ফারহানা ভাবলেন শুধু রান্না কেনো, এই সদস্যদের নিয়ে অনেক হিতকর কাজও করা সম্ভব। আর সেই পরিকল্পনা থেকেই ফেনী জেলার ফুলগাজী উপজেলার দুজন নারী মারজান এবং রাশেদাকে এই গ্রুপের পক্ষ থেকে কিনে দেওয়া হয় সেলাই মেশিন।

মারজানের স্বামী পঙ্গু, সে এবং তার মেয়ের উপর সংসার নির্ভরশীল। রাশেদা ভাড়া করা মেশিনের আয় দিয়েই টানে সংসারের গ্লানি।

নিজস্ব মেশিন পাওয়ার পর থেকে এখন আর তাদের ভাড়া করে সেলাই মেশিন আনতে হয় না।

এই রমজানে দরিদ্র রোজাদারদের একবেলা ইফতার করানোর পরিকল্পনা হাতে নিয়ে তারা গিয়েছিলেন ফেনী রেলওয়ে স্টেশনে আর একটা বস্তিতে। সেখানকার মানুষসহ পথের ভিক্ষুকদেরকে ইফতার বিতরণ করেন তারা।

ডা. ফারহানা বলেন, “সেখানে গিয়ে চেষ্টা করেছি বয়স্ক রোজাদারদের মধ্যে বিতরণীটা করতে।”

এরপর রসুইখানার আড্ডা’র সদস্যা ঢাকা মেডিকেল কলেজের দরিদ্র রোগী ও তাদের সেবকদের মধ্যে ইফতার বিতরণ করে। আর ঢাকা মেডিকেলের আশপাশে যেসব ভিক্ষুক ছিল তাদের মাঝেও ইফতার বিতরণ করা হয়েছে।

ডা. ফারহানা ইফতেখারের ভাষায়, “শুধু রান্নাবান্নাই নয়, সমাজ সেবামূলক আমাদের এসব ক্ষুদ্র প্রয়াস সব সময়ই থাকবে।”

গতবছর শীতেও রসুইখানার আড্ডা’র তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিলো অসহায়, দরিদ্রদের শীত বস্ত্র বিতরণের। ফেনী রেলওয়ে স্টেশন ও ফেনীর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বস্ত্র বিতরণ করা হয়েছে।