পিঠের ব্রণ দূর করার উপায়

শুধু ‍মুখে নয় ঘাম থেকে পিঠেও দেখা দেয় ব্রণ। নিরাময়ের জন্য রয়েছে প্রাকৃতিক উপাদান।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2019, 06:06 AM
Updated : 19 May 2019, 06:06 AM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাকৃতিক উপায়ে পিঠের ব্রণ দূর করার কয়েকটি পন্থা এখানে দেওয়া হল।

বেইকিং সোডা: দুই টেবিল-চামচ বেইকিং সোডা ও চার টেবিল-চামচ পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি পিঠে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহারে পার্থক্য চোখে পড়বে। 

অ্যালো ভেরা: অ্যালো ভেরা তাৎক্ষণিকভাবে ত্বকের অস্বস্তি দূর করে এবং ব্রণ দূর করতে সাহায্য করে। এর সংক্রমণ-রোধী উপাদান ব্রণ কমাতে সাহায্য করে। পাতা থেকে এক চামচ অ্যালো ভেরা জেল নিয়ে পিঠে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

লেবু: ব্রণ কমাতে লেবু খুব ভালো কাজ করে। এতে আছে অ্যাস্ট্রিনজান্ট উপাদান এবং ত্বক উজ্জ্বল করার ক্ষমতা। এটা ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং কোষের বৃদ্ধি বাড়ায়। ব্রণ থেকে লেবুর রস চিপে তা তুলার বলের সাহায্যে পিঠে লাগান। কয়েক ঘন্টা পরে ঠাণ্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে নিন।

আরও পড়ুন