৩০ ফুট লম্বা পাঞ্জাবি

প্রেম'স কালেকশনের লাইভ ফ্যাশন শোতে ২২ ফুট চওড়া ও ৩০ ফুট লম্বা এই পাঞ্জাবি প্রদর্শন করা হয়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2019, 07:09 PM
Updated : 18 May 2019, 07:13 PM

১৬ মে বৃহস্পতিবার ১০টায় গুলশান-১ এ প্রেম’স কালেকশনের শোরুমে বর্ণিল লাইভ ফ্যাশন শো'র মধ্য দিয়ে ঈদের পোশাক নিয়ে মোট তিনটি কিউতে ভাগ করে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

প্রেম’স কালেকশন্সের এই আয়োজনে ঈদ উপলক্ষ্য করে উপমহাদেশের অন্যতম ডিজাইনার সত্যপালের এক্সক্লুসিভ সব কালেকশন নিয়ে 'সত্যপাল' কালেকশন্স’য়ের গ্রান্ড ওপেনিংও অনুষ্ঠিত হয়।

একই সঙ্গে ডিজাইনার প্রেম বম্বানির এক্সক্লুসিভ সব কালেকশন নিয়ে 'প্রেম স্টোর' এবং শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের সব আকারের সঙ্গে ‘এক্সট্রা লার্জ’ ডিজাইনার পাঞ্জাবি নিয়ে 'মহারাজা'র উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে অভিনেতা ফেরদৌস বলেন, “এদেশের ক্রেতারা যারা ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে ঈদের কেনাকাটা করেন তাদের জন্য সুযোগ করে দিয়েছে প্রেম’স কালেকশন্স। প্রেম ভাই উপমহাদেশের অন্যতম সেরা একজন ডিজাইনার। তার চোখ ধাঁধানো ডিজাইন, রঙের বৈচিত্র্য, সর্বোপরি প্রতিটি পোশাকে আভিজাত্য ও রাজকীয় আবহ না দেখলে বুঝতে পারবেন না। বিশেষ করে সত্যপালের কালেকশন নিয়ে এমন আয়োজনে আমি মুগ্ধ।”

শুভেচ্ছা বক্তব্যে প্রেম’স কালেকশনের পরিচালক ও প্রধান ডিজাইনার প্রেম বম্বানি বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় পাঞ্জাবির রেকর্ডের মালিক হতে পেরে আমিও গর্বিত। সেই সঙ্গে ঈদকে সামনে রেখে এদেশের ফ্যাশনপ্রিয়দের জন্য উপমহাদেশের সেরা ডিজাইনার সত্যপালের আনস্টিচ শাড়ি, স্কার্ফ, পার্স, ব্যাগসহ যাবতীয় কালেকশন আনতে পেরে আমরা আনন্দিত। 'মহারাজা' কাউন্টারে সব সাইজের পাঞ্জাবির পাশাপাশি যারা একটু বেশি স্বাস্থ্যবান তাদের কথা মাথায় রেখে এক্সট্রা সাইজের পাঞ্জাবি রেখেছি আমরা। এছাড়া গতবারের মতো কর্পোরেট ক্রেতাদের জন্য আমরা পাইকারি দামে ভারতের বাজারের চেয়ে কম মূল্যে শাড়ি, পাঞ্জাবি এবং থ্রি-পিস সরবরাহ করার উদ্যোগ নিয়েছি।”
অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের বাংলা ছবির ফেরদৌস, পপি, বাপ্পি, ইমন, সজল এবং সঙ্গীতশিল্পী রিজিয়া পারভীনের সঙ্গে শীর্ষ মডেলরা সত্যপাল এবং প্রেম'স কালেকশনের ঈদের বিশেষ কালেকশনের পোশাক গায়ে জড়িয়ে আবহমান বাংলার মুসলমানদের প্রধান উৎসবের নানা রূপ তুলে ধরেন।

উল্লেখ্য, গত বছর ৪০ ফুট লেহেঙ্গ শাড়ি প্রদর্শন করে প্রেম'স কালেকশন্স আলোচনায় উঠে আসে।