হালদা ভ্যালি টি বুটিকের যাত্রা শুরু

বাংলাদেশের চা প্রেমিকদের জন্য হালদা ভ্যালি নিয়ে এল নিজস্ব বাগানের বাছাইকৃত উন্নতমানের চায়ের সম্ভার।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2019, 11:37 AM
Updated : 16 May 2019, 11:37 AM

রাজধানীর গুলশান দুইয়ের ইউনিমার্টের শেফ’স টেবিল ১৪ মে হালদা ভ্যালি টি বুটিক-য়ের যাত্রা শুরু হয়। রুচিশীল ও স্বাস্থ্য সচেতন মানুষদের কথা চিন্তা করেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালদা ভ্যালি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম খান, ব্যবসা-প্রশাসন প্রধান আশিক পাশা, ব্র্যান্ড ব্যবস্থাপক আজমাঈন রহমান ও পেড্রোল এনকে লিমিটেডের সাধারণ ব্যবস্থাপক মো. কফিল উদ্দিন, বিক্রয় বিভাগের প্রধান শরীফ উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধন উপলক্ষ্যে ফুড কোর্ট’য়ের সকল ক্রেতার জন্য ছিল টি বুটিকের পক্ষ থেকে বিনামূল্যে চা আস্বাদনের আয়োজন।     

রমজান মাসে তিন ধরনের চা পাওয়া যাচ্ছে টি বুটিকে- রামাদান স্পেশাল, ফ্রেশ টি এবং আইস টি। রামাদান স্পেশাল ফ্লেভারে থাকছে হালদা ভ্যালি স্পেশাল টি, পার্সিয়ান টি, ইজিপ্সিয়ান কারকেদে টি, মরক্কোয়ান মিন্ট টি, টার্কিশ ট্রেডিশনাল টি, মাগরেবি হানি টি, শাহি মিন্ট টি, সোলেমানি জিঞ্জার টি-সহ আরও প্রায় ১৮ স্বাদের চা।