মা দিবসের উপহার

বিশেষ দিনে মাকে চমকে দিয়ে দিনটাকে আরও আনন্দময় করা যেতেই পারে।

লাইফস্টাইলডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2019, 03:28 AM
Updated : 12 May 2019, 03:28 AM

বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে মা দিবসে মা’কে দেওয়া যায় এমন কিছু উপহার সম্পর্কে এখানে ধারণা দেওয়া হল।

* কিনে বা নিজ হাতে বানিয়ে নিতে পারেন কার্ড। স্মৃতি হিসেবে রয়ে যাবে সেটি।

* ফুল অথবা চকলেট উপহার হিসেবে শুনতে খুব সাধারণ মনে হলেও সন্তানের হাত থেকে পাওয়া এই উপহারগুলোর মূল্য অনেক।

* শো পিস, ডোর বেল অথবা ছবির অ্যালবাম হতে পারে মায়ের জন্য উপহার।

* সাজের অনুষঙ্গ হিসেবে কানের দুল, মালা, আংটি অথবা চুড়ি হতে পারে আদর্শ উপহার। এসব নিয়মিত ব্যবহারের পাশাপাশি মা এই বিশেষ দিনটির কথাও মনে রাখবেন।

* বাজেট বেশি হলে মায়ের জন্য কিনতে পারেন শাড়ি অথবা সালোয়ার কামিজ।

* মা কর্মজীবী হলে ভালো একটা ব্যাগ অথবা হাত ঘড়ি হতে পারে সেরা উপহার।

* এই গরমে সুগন্ধি কিনে দিতে পারেন মাকে। উপহারটা বেশ আকর্ষণীয় হবে আশা করা যায়।

* সারাদিন রান্না ঘরে মায়ের কষ্ট হয় অনেক। মায়ের কাজের চাপ কমাতে এমন কোনো উপকার দিতে পারেন যা তার কাজকে কিছুটা সহজ করে দিতে পারে।

* মায়ের যদি বই পড়ার অভ্যাস থেকে থাকে তাহলে তার পছন্দের লেখকের কোনো বই উপহার দেওয়া যেতে পারে।