ঘরে তৈরি কন্ডিশনার

রুক্ষ চুলের যত্নে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা যায় কন্ডিশনার।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2019, 06:07 AM
Updated : 25 April 2019, 06:07 AM

রুক্ষতার কারণে চুলের আগা ফাটার মতো সমস্যা দেখা দেয়। আর এই সমস্যা সমাধানের জন্য প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা যায় কন্ডিশনার।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে কন্ডিশনার তৈরির পন্থা এখানে দেওয়া হল।

উপকরণ: ৮ টেবিল-চামচ অ্যালো ভেরা জেল। ৫ টেবিল-চামচ গোলাপ জল। ৩ টেবিল-চামচ খাঁটি নারিকেল তেল। একটা ভিটামিন ই ক্যাপ্সুল। ৭ ফোঁটা জেসমিন এসেন্সিয়াল তেল।

পদ্ধতি: সব উপাদান ব্লেন্ড করে ঘন পেস্ট তৈরি করতে হবে। এরপর সেটা কন্ডিশনার হিসেবে ব্যবহার করা যাবে। 

নিয়মিত যে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা হয় সেগুলো ব্যবহারের পর চুল ভেজা অবস্থায় এই মিশ্রণ ব্যবহার করতে হবে। চুল যদি বেশি রুক্ষ হয়ে থাকে তাহলে এটা চুল শুকানোর পরেও ব্যবহার করতে পারেন।

এই প্রাকৃতিক উপাদান চুলের আগা ফাটা সমস্যা দূর করতে সাহায্য করে, রুক্ষতা দূর হয় এবং গরমে চুল সহজেই নিয়ন্ত্রণ করা যায়।

ছবির মডেল: আশা। আলোকচিত্র: রাইনা মাহমুদ। বিন্যাস ও পরিকল্পনা: আলি আফজাল নিকোলাস। সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন