উন্মুক্ত লোমকূপ সমস্যার সমাধান

ত্বকের বড় লোমকূপ টানটান রাখার জন্য রয়েছে প্রাকৃতিক পন্থা।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2019, 11:22 AM
Updated : 23 April 2019, 11:22 AM

প্রত্যেকটা লোমকূপে লোমের গোড়া থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই লোমকূপ বোঝা যায় না। যাদের যায় তাদের সাধারণত বংশধারার কারণে কিংবা তৈলাক্ত ত্বকের জন্য লোমকূপ বড় হয়। যা ত্বকের জন্য অশুভ।

এই বড় লোমকূপের সমস্যা সমাধানের জন্য রয়েছে প্রাকৃতিক উপাদান। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে সেই পন্থাই এখানে দেওয়া হল।

বড় লোমকূপের সমস্যা এড়াতে স্বাগতম জানাতে পারেন অ্যাপল সাইডার ভিনিগারকে। এটা ত্বক সুরক্ষিত রাখার পাশাপাশি উন্মুক্ত লোমকূপ বন্ধ করতে সাহায্য করে।

এতে আছে ব্যাক্টেরিয়া-রোধী উপাদান। এটা লোমকূপ পরিষ্কার রাখে, ব্যাকটেরিয়া দূর করে, অতিরিক্ত তেল ও জীবাণূ পরিষ্কার করে। ত্বকের পিএইচ বা অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করে। এ

ই প্রাকৃতিক উপাদানে আছে আলফা-হাইড্রোক্সি অ্যাসিড যা কোষ উন্নত করে। বলিরেখা কমায় এবং লোমকূপ সংকুচিত করে ত্বক টানটান রাখতে সাহায্য করে।

১০ টেবিল-চামচ পানির সঙ্গে দুই টেবিল-চামচ অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে স্প্রেয়ের বোতলে রেখে দিন। মুখ ধোয়ার পরে এই মিশ্রণকে টোনার হিসেবে ব্যবহার করুন।

এই মিস্ট দিনের যে কোনো সময়েই ব্যবহার করা যায়। ফলে ত্বক সতেজ থাকার পাশাপাশি লোমকূপ থাকবে পরিষ্কার।

ছবির মডেল: আশা। আলোকচিত্র: রাইনা মাহমুদ। বিন্যাস ও পরিকল্পনা: আলি আফজাল নিকোলাস। সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।