মেইকআপে সোনালি আভা

চেহারায় রৌদ্রস্নাত সোনালি আভার মেইকআপ করতে জেনে নিন কিছু কৌশল।

লাইফস্টাইলডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2019, 10:54 AM
Updated : 7 April 2019, 10:54 AM

মেইকআপের কয়েকটি ধাপ অনুসরণ করে যে কোনো অনুষ্ঠানেই চেহারায় রৌদ্রস্নাতভাব আনা যায়। এতে চেহারা অনেকটা সতেজ ও তারুণ্যদীপ্ত লাগে।

সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে কয়েকটি কৌশল এখানে দেওয়া হল।

* প্রথমে ত্বক পরিষ্কার করে এরপর টোনিং ও ময়েশ্চারাইজার ব্যবহার করে নিন।

* ঠোঁটে লিপ বাম লাগান।

* ত্বকে মানানসই প্রাইমার ব্যবহার করুন।

* মুখে ও গলায় আর্দ্রতা রক্ষাকারী ফাউন্ডেশন ব্যবহার করুন।

* ত্বকের খুঁত দূর করতে কন্সিলার ব্যবহার করুন।

* ভ্রু সুন্দর করে সাজাতে আই ভ্রু পাউডার ব্যবহার করুন।

* মুখের উঁচু অংশ যেমন- গালের হাড়, কপাল, ভ্রু এবং নাকের উপর লম্বালম্বিভাবে হাইলাইটার ব্যবহার করুন।

* চোখের পাতার উপরে হালকা সোনালি রংয়ের আইশ্যাডো ব্যবহার করুন।

* চোখের পাতার উপরে ব্রোঞ্জ সিমার ব্যবহার করুন এতে চোখ দেখতে স্পষ্ট লাগবে।

* চোখের ভেতরের কোণে রূপালি রংয়ের আইশ্যাডো ব্যবহার করুন।

* হালকা বাদামি রংয়ের পেন্সিল দিয়ে চোখের নিচের অংশে রেখা টেনে নিন।

* চোখের উপরের পাপড়িতে বাদামি রংয়ের মাস্কারা ব্যবহার করুন।

* পিচ রংয়ের ব্লাশ গালের হাড়ে ব্যবহার করুন।

আরও পড়ুন