রাসায়নিকভাবে ‘স্ট্রেইট’ করা চুলের যত্ন

পার্লার থেকে সোজা করা চুলের যত্ন নেওয়া বেশ কঠিন কাজ। এজন্য প্রয়োজন সঠিক সরঞ্জাম ও কৌশল।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2019, 01:03 PM
Updated : 3 April 2019, 01:03 PM

সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে সঠিক সরঞ্জাম ও পণ্যের ব্যবহারে চুলের যত্নে যে অনেক পার্থক্য আনে সে বিষয়ে এখানে জানানো হল।

তাপীয় সরঞ্জাম: রাসায়নিকভাবে সোজা করা চুলের ক্ষতির জন্য তাপীয় সরঞ্জাম যথেষ্ট। মনে রাখবেন, চুলের ড্রায়ার এবং ‘স্ট্রেইটনার আয়রন’ অনেক বেশি তাপ সরবরাহ করে। তাই যতটা সম্ভব এগুলো কম ব্যবহার করুন। যদি ব্যবহার করা খুবই জরুরি হয় তাহলে ‘কোল্ড সেটিং’ অর্থাৎ ঠাণ্ডা বাতাস নিশ্চিত করে ব্যবহার করুন।

তেল: স্ট্রেইট করা চুলে তেল দেয়া যায় না – এটা একটা ভুল ধারণা। স্ট্রেইট  করার পর কেবল প্রথম সপ্তাহে তেল ব্যবহার করা যায় না কারণ এ সময় রাসায়নিক উপাদানের প্রভাব বেশি থাকে।  এরপর তেল ব্যবহার করা চুলের পক্ষে ভাল কারণ এটা প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

শ্যাম্পু: বিশেষজ্ঞদের মতে, চুল প্রতিদিন ধোয়া হলে চুলের ক্ষতি হতে পারে। অতিরিক্ত শ্যাম্পু চুল শুষ্ক করে ফেলে। তবে মাথার ত্বক যদি খুব বেশি ঘামে এবং চুল চিটচিটে হয় তাহলে চুল পরিষ্কার করতে ও ক্ষতি এড়াতে মৃদু বা ‘মাইল্ড শ্যাম্পু’ ব্যবহার করুন।

ছবি: রয়টার্স।

আরও পড়ুন