মুগ ডালের নকশি পিঠা

কুড়মুড় করে খেতে দারুণ লাগে এই পিঠা। তৈরি করুন রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2019, 07:41 AM
Updated : 22 March 2019, 07:42 AM

উপকরণ: চালের গুঁড়া ১ কাপ। মুগ ডাল আধা কাপ। দুধ ১ কাপ। পানি ১ কাপ। ঘি ২ টেবিল-চামচ।

সিরা তৈরি করতে- চিনি ১.৫ কাপ। পানি ১.৫ কাপ। এলাচি ২টি। একটি সস প্যানে এই উপকরণগুলো দিয়ে দুতিন বলক আসা পর্যন্ত জ্বাল করুন।

পদ্ধতি: একটি প্যানে ১ টেবিল-চামচ ঘি গরম করে মুগ ডালটা বাদামি করে ভেজে ১ কাপ দুধ ও ১ কাপ পানি মিশিয়ে সিদ্ধ করে ব্লেন্ড করে নিন।

এবার প্যানে ডালের মিশ্রণটি ঢেলে ১ কাপ পানি দিন। ফুটে উঠলে ১ চিমটি লবণ ও চালের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। এর সঙ্গে ১ টেবিল-চামচ ঘি দিয়ে মিশিয়ে চুলা বন্ধ করে কয়েক মিনিট ঢেকে রাখুন।

তারপর ডো ভালোভাবে মথে নিন। রুটি বেলে পিঠা কেটে নিন।

টুথপিক ও কাঁটা-চামচ দিয়ে নকশা তৈরি করে ডুবো তেলে মাঝারি আঁচে বাদামি করে ভাজুন। ভাজা পিঠা সিরায় দিয়ে তুলে নিন।

আরও রেসিপি