মেইকআপ ব্রাশ পরিষ্কারের পন্থা

সঠিকভাবে মেইকআপের ব্রাশ পরিষ্কার না রাখলে নষ্ট যেমন তাড়াতাড়ি হয় তেমনি জীবাণুর সংক্রমণও হতে পারে ত্বকে।

লাইফস্টাইলডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2019, 08:44 AM
Updated : 7 March 2019, 08:44 AM

সাজগোজের প্রতি সচেতন হলেও সাজসজ্জায় ব্যবহৃত সামগ্রীগুলোর পরিচ্ছন্নতা নিয়ে খুব একটা মাথা ঘামানো হয় না।

মেইকআপ শেষে যত্ন করে ব্রাশগুলো তুলে রাখলেও তা অনেকক্ষেত্রেই অপরিষ্কার রয়ে যায়।

সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে মেইকআপ ব্রাশ পরিষ্কারের পন্থা এখানে দেওয়া হল।

বিশেষজ্ঞদের মতে, প্রতিবার ব্যবহারের পর মেইকআপ ব্রাশ পরিষ্কার করা উচিত। যদিও কাজটা নিয়মিত করা হয় না। তবে সপ্তাহে দুএকবার পরিষ্কার করা উচিত। 

আর ক্রিম বা তরল ফাউন্ডেশন ব্যবহারের পর পরই ব্রাশ পরিষ্কার করতে হবে।

- মেইকআপ ব্রাশ পরিষ্কারের সবচেয়ে ভালো উপায় হল বেবি শ্যাম্পু দিয়ে ধোয়া। এটা ব্রাশ থেকে তরল মেইকআপ তুলতে খুব ভালো কাজ করে। অনেকে জলপাইয়ের তেল এবং ভিনিগার ব্যবহার করে ব্রাশ পরিষ্কার করেন।

- ব্রাশ ধোয়ার পরে তা রেখে দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে, ঠিক মতো শুকিয়েছে কিনা। তাছাড়া যে ব্যাগে প্রসাধনী রাখা হয় তা মাসে অন্তত একবার ভালোভাবে ধুয়ে নিন, যেন তাতে কোনো বাড়তি মেইকআপ পড়ে না থাকে। 

ধাপ ১: পানিতে ব্রাশ ধুয়ে নিন। তবে খেয়াল রাখতে হবে হাতলে যেন পানি না লাগে।

ধাপ ২: হাতের তালুতে সামান্য সাবান নিয়ে ব্রাশে ঘষুন।

ধাপ ৩: এরপর পানিতে ডুবিয়ে, ফেনা ধুয়ে নিন।

ধাপ ৪: ব্রাশ থেকে বাড়তি পানি ঝেরে ফেলে দিন।

ধাপ ৫: শুকানোর জন্য সারারাত টিস্যু পেপারের উপরে রেখে দিন।

আরও পড়ুন