মেহেদির রং গাঢ় করতে

হাত রাঙাতে মেহেদি দিলেন। অথচ রং হল হালকা! উপায় আছে রং হবে গাঢ় আর থাকবে টাটকা।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2019, 11:52 AM
Updated : 5 Feb 2019, 11:52 AM

সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে মেহেদির রং গাঢ় করার কয়েকটি উপায় এখানে দেওয়া হল।

হাত পরিষ্কার রাখা: মেহেদি লাগানোর আগে হাত ও পা ভালো ভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। ময়লা ও জীবাণু দূর হলে মেহেদি রং ত্বকে ভালো মতো বসতে পারে।

এক ঘণ্টা রাখা: মেহেদির রং গাঢ় করতে চাইলে, লাগানোর পর কমপক্ষে এক ঘণ্টা অপেক্ষা করুন। ১০ থেকে ১২ ঘণ্টা রাখা হলে রং গাঢ় হবে। চাইলে মেহেদি লাগিয়ে সারা রাত রেখে দিতে পারেন। পরেরদিন সকালে উঠে হাত ধুয়ে নেবেন।

লেবু ও চিনির ব্যবহার: মেহেদি লাগানো হয়ে গেলে তাতে লেবু ও চিনির রস দিতে পারেন।

এই মিশ্রণ বানাতে চাইলে সামান্য পানি ফুটিয়ে তাতে চিনি ও কয়েক ফোটা লেবুর রস মেশান। তবে সাবধানে এই মিশ্রণ ব্যবহার করতে হবে। নাহলে মেহেদি গলে নকশা নষ্ট হয়ে যেতে পারে।

দুএকদিন আগে ব্যবহার: মেহেদির রং গাঢ় হতে সময় লাগে। তাই অনুষ্ঠানের দুএকদিন আগে হাতে মেহেদি দিলে অনুষ্ঠানের দিন মেহেদির রং অনেক গাঢ় হবে।

পানি এড়িয়ে চলুন: মেহেদি পরিষ্কার করতে মোটেও সাবান ও পানি ব্যবহার করবেন না। ছুরি বা চামচের সাহায্যে মেহেদি তুলে নিন। তাছাড়া হাত ঘষে মেহেদি ওঠানো ঠিক নয়। এতেও নকশা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

আরও পড়ুন