কোমল ও গোলাপি ঠোঁটের জন্য বেইকিং সোডা

অধিকাংশের ঠোঁট সাধারণভাবে গোলাপি হলেও ধূমপান, অস্বাস্থ্যকর জীবনযাত্রা ও দীর্ঘস্থায়ী লিপস্টিক এমনকি সূর্যালোক ঠোঁট কালো করে ফেলে।

লাইফস্টাইলডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2019, 10:13 AM
Updated : 30 Jan 2019, 10:13 AM

এসব সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় বেইকিং সোডা ব্যবহার করে।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন থেকে বেইকিং সোডার সাহায্যে ঠোঁট সুন্দর করার উপায় এখানে জানানো হল।

- সমপরিমাণ বেইকিং সোডা ও মধু নিন।

- ঠোঁট খুব বেশি শুষ্ক হলে মধু পরিমাণে বেশি নিন।

- দুটি উপাদান ভালোভাবে মিশিয়ে ঠোঁটে লাগান। গোলাকারভাবে সামান্য মালিশ করুন।

- এটা এক্সফলিয়েট করতে সাহায্য করে এবং মৃত কোষ দূর করে।

- মধু জীবাণু দূর করে এবং প্রয়োজনীয় আর্দ্রতা বজার রাখে।

- কয়েক মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।

- ঠোঁট ধুয়ে এসপিএফ সমৃদ্ধ লিপবাম লাগান। ঠোঁট কোমল ও গোলাপি হবে।

ছবির মডেল: আফসানা মিমি। মেইকআপ: মিমি। ছবি: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন