ব্রণ কমাতে মূলতানি মাটি

ত্বকের যত্নে প্রাচীনকাল থেকেই মূলতানি মাটি ব্যবহৃত হয়ে আসছে। ত্বক সুরক্ষিত রাখতে ও তেল কমাতে মূলতানি মাটি বেশ কার্যকর।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2019, 07:52 AM
Updated : 28 Jan 2019, 07:52 AM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবাসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে মুলতানি মাটির সাহায্যে ব্রণ প্রকোপ কমানোর কয়েকটি পন্থা এখানে দেওয়া হল।

- দুই টেবিল-চামচ মূলতানি মাটি ও মধু এবং এক টেবিল-চামচ হলুদ-গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বক পরিষ্কার করে মিশ্রণটি লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পেতে সপ্তাহে দুএকবার ব্যবহার করুন।

- দুই টেবিল-চামচ মূলতানি মাটির সঙ্গে এক টেবিল-চামচ নিম পাতার গুঁড়া ও এক টেবিল-চামচ গোলাপ জল মেশান। সামান্য লেবুর রস ভালোভাবে মিশিয়ে ত্বক পরিষ্কার করে প্যাকটি লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

- মূলতানি মাটি ও অ্যালোভেরা জেল ১:২ অনুপাতে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। মিশ্রণটি পরিষ্কার ত্বকে লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন। সপ্তাহে দুবার এই পদ্ধতি অনুসরণ করুন।

নিয়মিত ব্যবহারে ব্রণ ও ত্বকের দাগ-ছোপ দূর হয়।

ছবির মডেল: আফসানা মিমি। মেইকআপ: মিমি। ছবি: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন