শাড়িতে জলের ফোঁটা

মসলিন শাড়িতে দেশি ফুলের ওপর টুপটাপ জলের ফোঁটা। প্রথম দেখায় মনে হবে সত্যি-ই যেন শিশির পড়েছে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2019, 06:08 AM
Updated : 24 Jan 2019, 06:29 AM

মসলিন শাড়িকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে শিল্পী পীযুষ কান্তি সরকার বিভিন্ন ফুলের পাপড়িতে জলের ফোঁটা দিয়েছেন।

আর এসব শাড়ির প্রদর্শনীর ব্যবস্থা করেছেন ২৫ জানুয়ারি, শুক্রবার রাজধানীর বারিধারার ১১ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়িতে।

দেশীয় পোশাকের ওপর হ্যান্ড পেইন্ট বা তুলির ছোঁয়ায় নকশা করার প্রচলন এদেশে নতুন নয়। তবে বেশিরভাগই আঁকা থাকে হয় শাড়ির আঁচলে কিংবা জামার একটি অংশে।

পীযুষের এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে পুরো শাড়িতেই থাকছে স্বচ্ছ ফুলেল চিত্রকর্ম।

তার কথায়, “আমার ঠিক জানা নেই এদেশে পোশাকের ওপর ওয়াশ পদ্ধতিতে কোনো কাজ এর আগে হয়েছে কিনা। মসলিন শাড়িতে এই কাজগুলো ওয়াশ পদ্ধতিতে করা। প্রাচ্যঘরানার চিত্রকর্মে ফুটিয়েছি পদ্ম, শেফালি, পলাশ, কাঠগোলাপ, শাপলাসহ দেশি ফুল। আর পাপড়িতে দিয়েছি জলের ফোঁটা।”

“মসলিন বেছে নেওয়ার কারণ এটা আমাদের দেশের ঐতিহ্য। আর চিত্রকর্মগুলোতে আভিজাত্যের ছোঁয়া আছে যা মসলিন ছাড়া অন্য কাপড়ে ফুটতো না।” বললেন এই শিল্পী।

পীযুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ড্রইং অ্যান্ড পেইন্টিংস’য়ের ওপর স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বহুদিন ধরে চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন। বিভিন্ন প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এর মধ্যে আছে ২০১০ সালে ডেনমার্কে অনুষ্ঠিত তার প্রথম একক প্রদর্শনী। দ্বিতীয় একক চিত্র পদর্শনী হয় ২০১৫ সালে ঢাকার ইএমকে সেন্টারে।

তবে পোশাক বা শাড়ির ওপর এটাই তার প্রথম কাজ। আর শাড়িগুলো কিনে পরাও যাবে বলে জানালেন এই শিল্পী।

কেনো এই কাজের কারণ?

পীযুষের সরল উত্তর, “অনেক দিনের ইচ্ছে ছিল, শাড়িতে জলের ফোঁটা। ইচ্ছের চূড়ান্ত রূপ এই প্রদর্শনী।”

একদিনের এই আয়োজন চলবে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।