চোখের কালচেভাব দূর করতে মূলতানি মাটি

রূপচর্চায় মূলতানি মাটির তুলনা নেই। ত্বকের সমস্যা ছাড়াও এই মাটি দিয়ে চোখের কালিমাও দূর করা যায়।

লাইফস্টাইলডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2019, 09:44 AM
Updated : 17 Jan 2019, 09:45 AM

রূপচর্চা-বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে চোখের চারপাশের কালচেভাব দূর করতে মুলতানি মাটি ব্যবহারের পন্থা এখানে দেওয়া হল।

* মূলতানি মাটি গ্লিসারিন এবং কাঠবাদামের পেস্টের সঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। চোখের চারপাশে মিশ্রণটি লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। পানি স্প্রে করে ত্বক ভিজিয়ে নিন এবং আলতোভাবে প্যাকটি উঠিয়ে নিন।

* মূলতানি মাটি দুধের সঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। চোখের চারপাশে প্যাক লাগিয়ে অপেক্ষা করুন। কিছুক্ষণ পর ধুয়ে নিন। এতে ‘ডার্ক সার্কেল’ দূর হবে।

* আলুর খোসা কুচি করে নিন। মূলতানি মাটির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে চোখের চারপাশে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

* মূলতানি মাটির পিল-অফ মাস্ক সহজেই তৈরি করতে পারেন। সাজিমাটি’র সঙ্গে মিশিয়ে কিংবা কাদামাটি উপকরণযুক্ত মাস্কের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে মুখে লাগিয়ে ‘পিলঅফ’য়ের মতো করে তুলে ফেলতে হবে।

* মূলতানি মাটি অন্যান্য প্রাকৃতিক উপাদানের সঙ্গে মিশিয়ে ত্বক পরিচর্যায় ব্যবহার করুন। এতে ত্বক সুন্দর ও মসৃণ হবে।

ছবির মডেল: আরিয়ানা জামান এলমা। মেইকআপ: আরিফ। ফটোগ্রাফার: তানভির খান। ছবি সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন