চুল ঘন করার তেল

চুল ভালো রাখতে তেলের বিকল্প নেই। নারিকেল তেল চুলের জন্য উপকারী। তবে এর কার্যকারিতা বাড়াতে পারে প্রাকৃতিক কিছু উপাদান।

লাইফস্টাইলডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2019, 10:53 AM
Updated : 13 Jan 2019, 10:54 AM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে নারিকেল তেলের গুণগত মান বাড়ানোর পন্থা এখানে দেওয়া হল।

ঘরে তৈরি নারিকেল তেলের গুণমান আরও বাড়াতে পারে ত্রিফলা।

নন-স্টিক প্যান কম আঁচে গরম করে তাতে ৩ টেবিল-চামচ নারিকেল তেল ও ১ টেবিল-চামচ ত্রিফলার গুঁড়া মেশান। ভালোভাবে মেশা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর একটি বাটিতে নিন।

এটা চুল পড়া কমানো ও অকাল পক্কতা রোধে সবচেয়ে ভালো তেল।

নারিকেল তেল চুল মসৃণ করে, আগা ফাটা কমায় এবং চুলে উজ্জ্বলতা ফিরিয়ে দিয়ে আরও সুন্দর করে তোলে।

চুলে তেল লাগানোর সঠিক উপায়

* তেল ভালো ভাবে কাজ করতে মাথার ত্বক পরিষ্কার থাকা উচিত। 

* তেল কমায় এমন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে শুকিয়ে নিন।  

* এরপর সেদিন বা তার পরের দিন অর্থাৎ মাথায় ময়লা জমার আগেই তেল মালিশ করুন।

* ১০ থেকে ১৫ দিন মাথায় তেল মালিশ করুন। এমনভাবে তেল দেবেন যেন মাথার ত্বকের সর্বত্র তেল লাগে। 

* তেল ব্যবহারের আগে হালকা গরম করে নিলে আরও ভালো ফলাফল পাওয়া যাবে।

* তেল ব্যবহার করে অন্তত তিন ঘণ্টা অপেক্ষা করুন। চাইলে সারা রাতও মাথায় তেল রাখতে পারেন।

তবে ২৪ ঘন্টার বেশি সময় তেল মাথায় রাখা হলে চুল দুর্বল হয়ে যায়। কারণ তখন মাথায় আবার ময়লা জমা শুরু করে। 

* সপ্তাহে অন্তত একবার তেল দিন। আর চুল খুব বেশি রুক্ষ হলে দুবার তেল লাগানো ভালো।

আরও পড়ুন