কালো দাগ দূর করতে বেইকিং সোডা

কালচে হয়ে যাওয়া হাঁটু ও কনুইয়ের স্বাভাবিক রং ফিরিয়ে আনতে বেইকিং সোডার সাহায্য নিতে পারেন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2019, 07:10 AM
Updated : 11 Jan 2019, 07:10 AM

রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন থেকে আলুর রস ও বেইকিং সোডার সাহায্যে কনুই এবং হাঁটুর কালচেভাব দূর করার পন্থা এখানে দেওয়া হল।

* একটা আলু কুচি করে কেটে নিন।

* একটা পাত্রে আলুর রস বের করে এক টেবিল-চামচ বেইকিং সোডা মেশান।

* মিশ্রণটি তুলার বলের সাহায্যে কনুই ও হাঁটুতে লাগিয়ে রাখুন।

* দশ মিনিট পরে পানির ধারায় ধুয়ে নিন। এতে উপাদানগুলো ঠিকভাবে কাজ করবে।

* এরপর ময়েশ্চারাইজিং সানস্ক্রিন ব্যবহার করুন।

সপ্তাহে দুএকবার ব্যবহারে কালচেভাব দূর হবে। ফলে রং হালকা লাগবে। চাইলে বগল বা উরুর কালো দাগ দূর করতেও এই মিশ্রণ ব্যবহার করা যায়।

আরও পড়ুন