যে সময় দাঁত মাজা জরুরি
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jan 2019 02:34 PM BdST Updated: 03 Jan 2019 02:34 PM BdST
দিনের চাইতে রাতে দাঁত মাজা জরুরি। না মাজলে দাঁতের অসুখ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
দন্ত চিকিৎসকরা সাধারণত দিনে দুবার দাঁত মাজার পরামর্শ দেন। আর এই দুবারের মধ্যে রাতে দাঁত মাজা বেশি দরকার।
চিকিৎসা-বিজ্ঞানের তথ্যানুসারে রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত মাজার উপকারী দিকগুলো এখানে দেওয়া হল।
* মুখের কোনায় জমে থাকা খাবার থেকে ব্যাকটেরিয়ার বিস্তার ঘটে। ব্যাকটেরিয়ার কারণে দাঁতে অ্যাসিডিক উপাদানের সৃষ্টি হয়। ফলে দাঁতের এনামেল ভেঙে গিয়ে ক্যাভিটি ও দাঁতের ক্ষয় হতে পারে।
* দাঁত না মেজে ঘুমাতে গেলে প্লাক জমাট বেঁধে শক্ত হওয়া শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এটা আরও শক্ত হতে থাকে। একটা পর্যায়ে তা ব্রাশ বা ফ্লস ব্যবহার করেও সরানো যায় না। এই প্লাকের কারণে মুখে দুর্গন্ধ হয়, মাড়িতে সংক্রমণ, রক্ত পড়া ও ফোলাভাব দেখা দিতে পারে।
* রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত না মাজলে প্লাকের জন্ম হয় এবং সারা রাতে তা নিরবিচ্ছিন্নভাবে বাড়তে থাকে। এর ফলে, উৎপাদিত অ্যাসিড ব্যাকটেরিয়ায় পরিণত হয়।
রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করার উপকারিতা
অ্যাসিড উৎপাদন কমায়: মুখে সারাক্ষণই অ্যাসিডের উৎপাদন হয়। থুথু বা লালায় থাকা ক্যালসিয়াম অ্যাসিড নিষ্ক্রিয় করে। রাতে লালা’র উৎপাদন ধীর হয়।
রাতে ব্রাশ করলে টুথপেস্টে উপস্থিত ফ্লোরাইডের কারণে স্যালাইভা নিঃসরণ নিশ্চিত হয়। এটা দাঁত জারিত হওয়া থেকে রক্ষা করে।
ব্যাকটেরিয়ার বিস্তার কমায়: মুখের লালা ব্যাকটেরিয়ার বিস্তার কমায়। তাই মুখের লালা’র নিঃসরণ নিশ্চিত করতে রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা দরকার।
খাবারের অবশিষ্টাংশ দূর করা: সারা রাত মুখের কোনায় খাবারের কণা জমে থাকে। জমে থাকা খাবার মুখে দুর্গন্ধ তৈরির পাশাপাশি ক্ষতিও করে। তাই ঘুমাতে যাওয়ার আগে মুখ পরিষ্কার করতেই হবে।
ছবির প্রতীকী মডেল: সোনিয়া। ছবি: দিপ্ত।
আরও পড়ুন
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- সুপার লিগকে বাধা না দিতে ফিফা-উয়েফাকে নির্দেশ