একাকিত্ব থেকে হৃদরোগ
লাইফস্টাইলডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2018 06:13 PM BdST Updated: 27 Dec 2018 06:13 PM BdST
-
ছবি: রয়টার্স।
নিঃসঙ্গতার কারণে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়তে পারে ৪০ শতাংশ। পাশাপাশি অকাল মৃত্যুর শঙ্কাও থাকে।
এমনটাই জানিয়েছেন ফিনল্যান্ডের ‘ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি’র গবেষকরা।
এই বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান এবং লোগোপেডিক্স’য়ের অধ্যাপক ও গবেষণার প্রধান ক্রিশ্চান হাকুলিনেন বলেন, “সামাজিক বা ব্যক্তিগত ভাবে যারা অন্যের সঙ্গ পায় তাদের স্বাস্থ্য ভালো থাকে। অন্যদিকে সামাজিক ভাবে বিচ্ছিন্ন বা একাকী থাকা মানুষদের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না।”
গবেষণার জন্য তারা যুক্তরাজ্যের প্রায় ৪ লাখ ৮০ হাজার প্রাপ্তবয়স্কর সামাজিক জীবন, একাকিত্ব, চিকিৎসা সম্পর্কিত তথ্য, অভ্যাস ও জীবনযাপন পর্যালোচনা করেন।
সাত বছরের এই গবেষণা থেকে জানা যায়, যাদের বন্ধুর সংখ্যা কম ও সামাজিক যোগাযোগ কম তাদের একাকিত্ব ও হৃদরোগের সম্ভাবনা ৪০ শতাংশ বেশি। এবং এটা অকাল মৃত্যুর সম্ভাবনা ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়।
যে কারণে হয়
গবেষকদের মতে, যারা দীর্ঘ সময় একা থেকে অভ্যস্ত তাদের মধ্যে হৃদরোগ ও হতাশাগ্রস্ত হওয়ার তীব্র সম্ভাবনা থাকে।
হাকুলিনেন জোর দিয়ে বলেছেন যে, “যারা প্রাথমিকভাবে হৃদরোগে ভুগছেন তাদের মধ্যে যারা সমাজ থেকে বিচ্ছিন্ন এবং কম সামাজিক যোগাযোগ করেন তাদের মৃত্যু ঝুঁকি বেশি।”
যারা বিচ্ছিন্ন ও নিঃসঙ্গ তাদেরকে হৃদরোগ থেকে বাঁচাতে পরিবার ও বন্ধুদের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অন্য বিষয় হল
একাকিত্ব বাড়ায় হতাশা। তাই যদি একলা অনুভব করেন এবং একঘেঁয়ে লাগে তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
নিঃসঙ্গতা ভবিষ্যত জীবনে অনেক বেশি উদ্বিগ্ন ও চাপ সৃষ্টি করতে পারে যা দীর্ঘমেয়াদে শরীরের জন্য মোটেও ভালো নয়।
একাকী অনুভব খাদ্যাভ্যাসে প্রভাব ফেলে যেটার ছায়া পড়ে শরীরে। এই কারণে ‘জাঙ্ক ফুড’ ও মিষ্টি খাওয়ার প্রতি ঝোঁক বাড়ে। তাছাড়া শরীরচর্চা বা কাজ করার প্রতি আগ্রহ কমে যায়।
যা করতে হবে
* পছন্দের মানুষদের সংস্পর্শে থাকুন। সম্পর্ক রক্ষা করতে অনেক কসরতের প্রয়োজন হয়। তবে শেষ পর্যন্ত এরাই আপনজনের ভূমিকা পালন করে।
* নিঃসঙ্গ অনুভব করলে অন্যদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন।
* অনেক বেশি মানুষের সঙ্গ পাওয়ার চেয়ে খুব ভালো কিছু মানুষের সঙ্গ পাওয়ার দিকে মনোযোগ দিন। অর্থাৎ সংখ্যা নয়, গুণের মূল্য দিন।
আসল কথা হল
মনে রাখবেন, মানুষ শারীরিক ও মানসিকভাবে দলবদ্ধ হয়ে থাকতে সৃষ্টি হয়েছে। একা থাকা মানে প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে চলা।
আরও পড়ুন
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?