সাজে হাইলাইটারের ব্যবহার

বড় কোনো অনুষ্ঠানে গেলে মেইকআপে হাইলাইটারের ব্যবহার চেহারায় ভিন্ন মাত্রা যোগ করে। ত্বকের সঙ্গে মানানসই হাইলাইটার চেহারায় প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2018, 11:39 AM
Updated : 12 Dec 2018, 11:39 AM

সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে হাইলাইটার ব্যবহারের উপায় সম্পর্কে জানা যায়।

ধাপ-১: ফাউন্ডেশন ব্যবহারের আগে ত্বকে প্রাইমার লাগিয়ে নিন। ফাউন্ডেশন লাগানোর পরে গালে ব্লাশ এবং প্রয়োজনে ব্রোঞ্জার ব্যবহার করুন।

ধাপ-২: গালের হাড়ের উপর থেকে গালের মাঝ বরাবর সামান্য পরিমাণ হাইলাইটার লাগান; এতে চেহারায় একটা তীক্ষ্ণভাব আসবে।

ধাপ-৩: এবার হাইলাইটার ভালোভাবে ত্বকের সঙ্গে মিশিয়ে নিন। তাহলে আর দেখতে রেখার মতো লাগবে না।

সঠিকভাবে হাইলাইটার ব্যবহার করা হলে তা খুব সুন্দরভাবে আলোর প্রতিফলন করে। ফলে চেহারায় উজ্জ্বলভাব আসে। শুনতে সহজ মনে হলেও কাজটা ঠিক মতো করতে ত্বকের সঙ্গে মানানসই রংয়ের হাইলাইটার বেছে নিতে হবে।

তৈলাক্ত ত্বকে পাউডার-ধর্মী, শুষ্ক ত্বকে তরলধর্মী হাইলাইটার ব্যবহার করা উচিত।

চাইলে নিজের মতো করেও হাইলাইটার ব্যবহার করা যায়

- গালের হাড়, চোখের ভেতরের কোণা, ঠোঁটের উপরের অংশে হাইলাইটার খুব ভালো কাজ করে। এতে ঠোঁট দেখতে ভরাট লাগে।

- নাকের উপরের অংশ লম্বাভাবে হাইলাইটার ব্যবহার করতে পারেন। তবে তা নিয়মিত ব্যবহারের জন্য নয়। অনুষ্ঠানের যাওয়ার আগে এভাবে হাইলাইটার ব্যবহার করা যেতে পারে।  

- চোখের উপরের পাতা বড় দেখাতে হাইলাইটার ভালো কাজ করে।

ছবির মডেল: আশা। আলোকচিত্র: রাইনা মাহমুদ। বিন্যাস ও পরিকল্পনা: আলি আফজাল নিকোলাস। সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন