অ্যালো ভেরা দিয়ে রূপচর্চা

অ্যালো ভেরার জেল উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা সংক্রমণ রোধ এবং ত্বক মসৃণ, টোনিং ও আর্দ্রতা রক্ষায় সাহায্য করে।

লাইফস্টাইলডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2018, 02:22 PM
Updated : 27 Nov 2018, 02:22 PM

এর প্রোবায়োটিক উপাদান ত্বক ও চুলের জন্য উপকারী।

উদ্ভিদ-বিজ্ঞানের তথ্যানুসারে স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় অ্যালো ভেরার জেল’য়ে ৭৫টির বেশি পুষ্টি উপাদান, ২০টি খনিজ, ১৮টি অ্যামিনো অ্যাসিড এবং ১২টি ভিটামিন পাওয়া যায়।

ব্যবহার পদ্ধতি

* বাড়িতে অ্যালো ভেরা’র গাছ থাকলে, সেটার পাতা কেটে জেল বের করে নিন। সংক্রমণ কমাতে এই জেল মুখ ও শরীরে লাগিয়ে নিন। এটা রোদে পোড়াভাব কমায় এবং ত্বকের আর্দ্রতা রক্ষা করে। মেইকআপ তোলার কাজেও অ্যালো ভেরা ব্যবহার করা যায়।

* অ্যালো ভেরা’র জেল ও লেবুর রস মিশিয়ে দাগ, ছোপ এমনকি যেখানে ত্বকের রংয়ের অসামঞ্জস্যতা আছে তার উপরে লাগান। ভালো ফলাফল পাওয়া যাবে।

* চুলের বৃদ্ধিতে অ্যালো ভেরা’র জেল সাহায্য করে। মাথার ত্বকে এই জেল ব্যবহার করে ৩০ মিনিট পরে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন