ঘাড় গলার কালচেভাব দূর করতে

সাধারণত অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে ঘাড় ও গলায় কালচেভাব দেখা দেয়।

লাইফস্টাইলডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2018, 10:17 AM
Updated : 21 Nov 2018, 10:17 AM

তাছাড়া প্রসাধনী, দূষণ ও ডায়াবেটিসের কারণেও এই সমস্যা হতে পারে।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ঘাড় ও গলার কালোভাব দূর করার কয়েকটি পন্থা এখানে দেওয়া হল।

অ্যালো ভেরা জেল: এর খনিজ ও ভিটামিন ত্বকের মেলানিনের পরিমাণ কমিয়ে কালচেভাব কমায়।

অ্যালো ভেরার পাতা কেটে এর জেল গলা ও ঘাড়ে লাগান এবং কয়েক মিনিট স্ক্রাব করুন। আধ ঘণ্টা পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যাপল সাইডার ভিনিগার: ত্বকের পিএইচ’য়ের ভারসাম্য রক্ষা করে। তাছাড়া এটা ত্বকের মৃত কোষ দূর করে।

দুই টেবিল-চামচ ভিনিগার ও সামান্য পানি মিলিয়ে কালো অংশে লাগান, কয়েক মিনিট পরে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কাঠবাদামের তেল: ভিটামিন ই এবং ব্লিচিং উপাদান রয়েছে, যা একই সঙ্গে ত্বকের রং উজ্জ্বল করতে সাহায্য করে।

কয়েক ফোঁটা কাঠবাদামের তেল ঘাড়ে কিছুক্ষণ মালিশ করুন। ত্বক তেল শুষে নেবে এবং ভেতর থেকে কাজ করবে।

টক দই: এতে আছে প্রাকৃতিক এনজাইম যা ত্বকের রং হালকা করে।

দুই টেবিল-চামচ টক দই ঘাড়ে লাগান। ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন।

আলু: এর প্রাকৃতিক ব্লিচিং উপাদান ত্বকের রং হালকা করে।

একটা আলু কুচি করে রস চিপে নিন। রস ঘাড় ও গলার কালচে জায়গায় লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। কালচেভাব কমে আসবে।

ছবির মডেল: হৃদিমা মল্লিক। সাজসজ্জা: আহান রহমান। ছবি: কেএ রহমান। সৌজন্যে- স্টুডিও ইমাজিনইট।

আরও পড়ুন