রূপচর্চায় পুদিনা

সুগন্ধি পুদিনা পাতায় রয়েছে স্যালসাইলিক অ্যাসিড যা ত্বকের লোমকূপ পরিষ্কার করতে এবং কোষকলা ভেঙে পড়ার সমস্যা দূর করতে সাহায্য করে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2018, 10:26 AM
Updated : 20 Nov 2018, 10:26 AM

পুদিনা ভিটামিন এ সমৃদ্ধ যা তেল উৎপাদন কমায় এবং ত্বকের কোষ শক্তিশালী করে। এছাড়া ত্বকের সংক্রমণ ও অস্বস্তি কমায়।

রূপচর্চা-বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে পুদিনা দিয়ে সৌন্দর্যচর্চার কয়েকটি পন্থা এখানে দেওয়া হল।

- ১০ থেকে ১২টি পুদিনা-পাতা ও দুই টেবিল-চামচ কলাভর্তা দিয়ে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন; ত্বক চকচকে হবে।

- ১০ থেকে ১২টি পুদিনা-পাতা ও এক টেবিল-চামচ লেবুর রস মিশিয়ে ব্রণ আক্রান্ত স্থানে বা ব্রণের দাগ কমাতে এই ব্যবহার করুন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

- ১০ থেকে ১২টি পুদিনা-পাতার সঙ্গে এক টেবিল-চামচ গোলাপ জল ও সামান্য মধু মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটা ত্বকের রংয়ের সামঞ্জস্যতা বজায় রাখতে সাহায্য করবে।

- পায়ের দুর্গন্ধ বা ফাঁটা গোড়ালির সমস্যা দূর করতে পানিতে পুদিনা-পাতা ফুটিয়ে তাতে পা ডুবিয়ে রাখুন, ভালো ফলাফল মিলবে।

আরও পড়ুন