স্থূলতা থেকে অগ্ন্যাশয়ে ক্যান্সার

কৈশোরের স্থূলতা থেকে পরবর্তী জীবনে অগ্ন্যাশয়ে ক্যান্সার হওয়ার ‍ঝুঁকি চারগুন বেশি।

লাইফস্টাইল ডেস্ক আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2018, 12:59 PM
Updated : 15 Nov 2018, 12:59 PM

এই তথ্য উঠে এসেছে তেল আবিব ইউনিভার্সিটির এক গবেষণায়।

গবেষকরা ১০ লাখ ৮৭ হাজার ৩৫৪ জন পুরুষ আর ৭ লাখ ৭ হাজার ২১২ জন নারীকে নিয়ে এই গবেষণা চালান, যাদের বয়স ছিল ১৬ থেকে ১৯ বছরের মধ্যে। ‘ক্যান্সার’ নামক জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়।

গবেষণায় দেখা যায় অতিরিক্ত ওজন এমনকি সাধারণ মাত্রার অতিরিক্ত ওজনও অগ্ন্যাশয় ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

স্বাভাবিক ওজনের তুলনায় স্থূল পুরুষদের অগ্ন্যাশয় ক্যান্সার হওয়ার আশঙ্কা ৩.৬৭ গুন বেশি, আর নারীদের ক্ষেত্রে তা ৪.০৭ গুন বেশি।

আবার স্বাভাবিক বিএমআই’য়ের নিম্নমাত্রায় থাকা পুরুষদের তুলনায় স্বাভাবিক বিএমআই’য়ের উচ্চমাত্রার পুরুষ ও স্থূলকায় পুরুষদের ক্যান্সার হওয়ার ঝুঁকি যথাক্রমে ৪৯ শতাংশ এবং ৯৭ শতাংশ বেশি।

বিশ্বব্যাপি ক্যান্সারে মুত্যুর কারণ হিসেবে ষষ্ঠ স্থানে রয়েছে অগ্ন্যাশয় ক্যান্সার। আর কৈশোর বা তরুণ বয়সে স্থূলতা এই রোগের প্রকোপ বাড়ানোর পেছনে দায়ী।

এই রোগে আক্রান্ত রোগী বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম এবং বিগত ৪০ বছরে তাতে সামান্যই পরিবর্তন এসেছে।

অগ্ন্যাশয় ক্যান্সার আক্রান্ত টিস্যুতে থাকা জটিল রাসায়নিক, জৈবিক, ‘বায়ো-মেকানিকাল’ এবং গঠনগত বিভিন্ন বিষয়ের কারণে এই রোগ সারানো অত্যন্ত কঠিন।

“স্থূলতার কারণে হওয়া ‘সিস্টেমিক ইনফ্লামেইশন’ অন্ত্রের প্রদাহ অগ্ন্যাশয় ক্যান্সারের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ওজন নিয়ন্ত্রণ এই রোগের একটি উল্লেখযোগ্য প্রতিরোধক ব্যবস্থা।” বলেন গবেষকরা।

ছবি: রয়টার্স।

আরও পড়ুন