গোলাপের উপকারিতা

এই সুন্দর ফুলের নির্যাস ত্বকের যত্নে নানান প্রসাধনী যেমন- লোশন, তেল ও টোনার তৈরিতে ব্যবহৃত হয়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2018, 11:25 AM
Updated : 11 Nov 2018, 11:25 AM

রূপচর্চা-বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে গোলাপ জল তৈরির পদ্ধতি ব্যবহার ও উপকারিতা সম্পর্কে এখানে জানানো হল।

গোলাপের নির্যাস ত্বক আর্দ্রকারী ও প্রদাহরোধী উপাদান সমৃদ্ধ। এর জীবাণুনাশক উপাদান ও অ্যাস্ট্রিনজান্ট ত্বকের লালচেভাব, ব্যাক্টেরিয়ার সংক্রমণ, অসম ত্বক এবং ত্বকের ক্ষত দূর করতে সাহায্য করে।

তৈরির পদ্ধতি

একটা পাত্রে গোলাপের পাপড়ি ও পর্যাপ্ত পানি নিন। কম তাপে পাপড়ি থেকে রং বের হওয়া পর্যন্ত ফুটান। এই পানি টোনার হিসেবে ব্যবহার করা যায়।

ব্যবহার

* ঠাণ্ডা গোলাপ জলে তুলা ভিজিয়ে চোখের উপরে ১০ থেকে ১৫ মিনিট রাখুন। এতে চোখের চারপাশের কালো দাগ কমে আসবে।

* গোলাপ জল ও অ্যালো ভেরার নির্যাস সমপরিমাণে মিশিয়ে মাথার ত্বকে লাগান। ১০ থেকে ১৫ মিনিট মালিশ করুন। আধ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। মাথার ত্বক আর্দ্র ও মসৃণ হবে।

আরও পড়ুন