মুলা আলুর টক

শীতের সবজি দিয়ে রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে তৈরি করুন এই টক ব্যঞ্জন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2018, 10:31 AM
Updated : 11 Nov 2018, 10:31 AM

উপকরণ: মুলা ও আলু চৌক করে কাটা ২ কাপ। পেঁয়াজ-কুচি ২ টেবিল-চামচ। রসুন-বাটা ১ চা-চামচ। আদাবাটা আধা-চামচ। ধনেপাতা-কুচি ২ টেবিল-চামচ। কাঁচামরিচ-কুচি ৪,৫টি। পাঁচফোড়ন ১ চা-চামচ। হলুদ-গুঁড়া আধা চা-চামচ। মরিচ-গুঁড়া আধা চা-চামচ। লবণ স্বাদ অনুযায়ী। পানি পরিমাণ মতো। তেঁতুলের ক্বাথ আধা কাপ অথবা স্বাদ অনুযায়ী।

পদ্ধতি: প্রথমে তেলে পাঁচফোড়ন ও পেঁয়াজ হালকা ভেজে সব বাটা মসলা দিয়ে আরেকটু ভেজে গুঁড়া-মসলাগুলো ও সামান্য পানিসহ কষিয়ে নিন।

কষানো মসলায় মুলা ও আলু দিয়ে ভালো ভাবে ভুনা ভুনা করে কাঁচামরিচ দিয়ে একটু কষিয়ে পরিমাণ মতো পানি দিন।

মাখা মাখা করে রান্না করে তেঁতুলের ক্বাথ দিয়ে একটু নেড়ে কিছুক্ষণ পর ধনেপাতা-কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

আরও রেসিপি