ত্বকের যত্নে গোলাপ জল

গোলাপ জল প্রদাহরোধী উপাদান সমৃদ্ধ। যা ত্বকের জ্বালাভাব কমাতে ও নানান সমস্যা দূর করতে সাহায্য করে।

লাইফস্টাইলডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2018, 11:06 AM
Updated : 5 Nov 2018, 11:06 AM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে সৌন্দর্যচর্চায় গোলাপ জলের নানান ব্যবহার সম্পর্কে এখানে জানানো হল।

টোনার: দামি টোনারের বদলে ব্যবহার করতে পারেন গোলাপের জল।

এটা ত্বকের পিএইচ’য়ের ভারসাম্য রক্ষা করে। অন্যান্য টোনারের মতো এটাও মুখ ধোয়ার পরে ত্বকের ময়লা ও তেল দূর করতে সাহায্য করে।

ত্বক আর্দ্র রাখতে: মাঝে মাঝে ত্বক খুব তেল তেলে বা শুষ্ক মনে হতে পারে। তখন গোলাপ জলের ব্যবহার হতে পারে সমস্যার সমাধান। এটা তাৎক্ষনিকভাবে ত্বক সতেজ ও মসৃণ করতে সাহায্য করে।

মেইকআপ তুলতে: গোলাপ জলের সঙ্গে কয়েক ফোঁটা নারিকেল তেল মিশিয়ে পরিষ্কার তুলার প্যাডে এই মিশ্রণ নিয়ে মুখের মেইকআপ মুছে নিতে পারেন।

চোখের ফোলাভাব দূর করতে: ঠাণ্ডা গোলাপ জল তুলার প্যাডে নিয়ে চোখের উপরে দিয়ে রাখুন। এটা চোখকে আরাম দেবে এবং ফোলাভাব কমাবে।  

ব্রণ কমাতে: গোলাপ জলের ব্যাক্টেরিয়া-রোধী উপাদান ব্রণ কমাতে সাহায্য করে।

গোলাপ জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে ব্রণ আক্রান্ত স্থানে লাগান। ২০ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ছবির মডেল: জেসমিন জুঁই। ছবি সৌজন্যে: রঙ বাংলাদেশ।

আরও পড়ুন