ন্যুড লিপস্টিক ব্যবহারের ৫ নিয়ম

ঠোঁটের স্বাভাবিক রংয়ের সঙ্গে মিলিয়ে লিপস্টিক দেওয়ার মানেই হল ‘ন্যুড’ রংয়ের ব্যবহার। তবে মানানসই ‘শেইড’ বেছে নেওয়ার জন্য জানা থাকা চাই কিছু পন্থা।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2018, 11:21 AM
Updated : 28 Oct 2018, 11:22 AM

সাজসজ্জা-বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ‘ন্যুড’ লিপস্টিকের রং নির্বাচনের পাঁচটি পন্থা এখানে দেওয়া হল।

ঠোঁট এক্সফলিয়েট করা: ‘ন্যুড’ লিপস্টিক মূলত ঠোঁটের আসল রংয়ের উপর ভিত্তি করে নির্বাচন করা হয়। তাই প্রথমে ঠোঁট ভালোভাবে এক্সফলিয়েট করে ময়েশ্চারাইজার ব্যবহার করে নিতে হবে। রুক্ষ ও মলিন ঠোঁটে এই ধরনের লিপস্টিক দেখতে ভালো লাগে না। 

সঠিক শেইড বাছাই করা: নিজের ঠোঁটের আসল রংয়ের চেয়ে এক শেইড গাঢ় রং বাছাই করুন, এটাই আপনার জন্য মানানসই রং। চাইলে কেবল নিচের ঠোঁটে লাগিয়েও লিপস্টিকের রং যাচাই করতে পারেন।

মলিন চেহারা: অনেক সময় ন্যুড লিপস্টিক ব্যবহারে চেহারা মলিন লাগে, এক্ষেত্রে গ্লসি লিপ কালার ব্যবহার করতে পারেন, চেহারা উজ্জ্বল লাগবে।

চেহারার সঙ্গে মানানসই: অনেক সময় ত্বকের সঙ্গে নানান ন্যুড লিপস্টিক ব্যবহার করলেও দেখতে নির্জীব লাগে। সেক্ষেত্রে বাদামি ও গোলাপি-ধর্মী ন্যুড লিপস্টিক বাছাই করতে পারেন, দেখতে উজ্জ্বল লাগবে।

মেইক আপের ভারসাম্য রক্ষা: কেবল ন্যুড লিপস্টিক ব্যবহারে চেহারা রোগা লাগতে পারে। তাই চোখ ও গালেও মেইকআপ করে নিন।

ছবি সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন